Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অ্যালিটা : ব্যাটল এঞ্জেল’ পারবে হলিউডে মাঙ্গা ফিল্মের অবস্থান প্রতিষ্ঠা করতে?

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

জাপানের মাঙ্গা কমিক্স দেশটির সীমান্ত পেরিয়ে সারা দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে। দেশটিতে এসব গ্রাফিক উপন্যাসভিত্তিক চলচ্চিত্রও ব্যাপক সাফল্য লাভ করে থাকে। কিন্তু হলিউডে ২০১৭তে মাঙ্গাভিত্তিক প্যারামাউন্টের ‘গোস্ট ইন দ্য শেল’ ফ্লপ করেছিল। টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স আশা করছে তারা ২০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ‘অ্যালিটা : ব্যাটল এঞ্জেল’ দিয়ে এই ধারাকে হলিউডে প্রতিষ্ঠিত করবে। ২০ বছর ধরে প্রচেষ্টার পর এই অপরীক্ষিত ধারাটি নিয়ে চলচ্চিত্র নির্মাণে সমর্থ হয়েছেন প্রযোজক জন ল্যান্ডাও। “আমার বিশ্বাস কিশিরো যেভাবে কাহিনী লিখেছেন তাতে এটি আলোড়ন সৃষ্টি করবেই,” ল্যান্ডাও বলেন। ইউকিতো কিশিরোর লেখা মাঙ্গা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। “সবাই জানে যেসব মাঙ্গা-ভিত্তিক চলচ্চিত্র ব্যর্থ হয়েছে সেগুলোর প্রেক্ষাপট শুধু এশিয়া আর কিশিরো লিখেছেন এক ভারসাম্য হারানো পৃথিবী নিয়ে। তার কেন্দ্রীয় চরিত্রটি এশীয় নয়। তার লেখার ধরন বিশ্বজনীন। আন্তর্জাতিক দর্শক এর কাহিনী বুঝতে পারবে।” ‘অ্যালিটা : ব্যাটল এঞ্জেল’ এশিয়াতে ৫ ফেব্রুয়ারি আর যুক্তরাষ্ট্রে ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘অ্যালিটা : ব্যাটল এঞ্জেল’ পারবে হলিউডে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ