Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে মুসলিম শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে

জিনজিয়াংয়ের একটি শহরের চার শতাধিক শিশু হারিয়ে গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

চীনে মুসলিম শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এর আগে হাজার হাজার প্রাপ্তবয়স্ককে আটককেন্দ্রে আটকে রাখার খবর এসেছিলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। এবার শিশুদের বিচ্ছিন্ন করে রাখারা জন্য আবাসিক স্কুল তৈরির খবর মিলেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও অন্যান্য নথি বিশ্লেষণ করে বিবিসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি গবেষণা করা হয়। চীনে প্রায় দেড় কোটি উইঘুর মুসলমানের বাস। তাদের প্রতি চীনের আচরণ নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে বেইজিং। গত ডিসেম্বরে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সেখানকার ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে ওই অঞ্চল সফরের প্রচেষ্টার কথা জানিয়েছিল। যুক্তরাজ্য সরকারও এনিয়ে উদ্বেগ জানিয়ে চীনকে তাদের মনোভাব পরিবর্তনের তাগিদ দিয়েছে। বিবিসি জানায়, জিনজিয়াংয়ের একটি শহরের চার শতাধিক শিশু হারিয়ে গেছে। তাদের বাবা-মাকেও আটকে রাখা হয়েছে। হয় আটককেন্দ্রে নয়তো কারাগারে। মুসলিমদের তাদের পরিচয় নিশ্চিহ্ন করার পাশাপাশি শিশুদেরও তাদের মূল থেকে সরানোর প্রক্রিয়া ছিলো এটা। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশ উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মত স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার ওপর এখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু গত বেশ কয়েক ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে যে, সেখানে বসবাসরত উইঘুরসহ ইসলাম ধর্মাবলম্বীরা ব্যাপক হারে আটকের শিকার হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলোও জাতিসংঘের কাছে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। উইঘুর মুসলিমদের গণহারে আটকের অভিযোগ এনেছে তারা। তবে চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তুরস্কে আশ্রয় নেওয়া অনেক উইঘুর চীনের নিপীড়নের কথা শুনিয়েছে। ইস্তাম্বুলে একটি হলে বেশ কয়েকজন বিবিসিকে শুনিয়েছেন তাদের অভিজ্ঞতা। একজন নারী তার সন্তানদের ছবি দেখিয়ে বলেন, আমি জানি না তাদের কে দেখাশোনা করছে। আমার সঙ্গে তাদের কোনও যোগাযোগই নেই। আরেকজন মা তার তিন ছেলে ও এক মেয়ের ছবি হাতে নিয়ে কান্না করতে থাকেন। তিনি বলেন, আমি শুনেছি তাদের এতিমখানায় নিয়ে যাওয়া হয়েছে। এমন ৬০ জনের পৃথক সাক্ষাতকার নিয়েছে বিবিসি। তাদের সবার কথাতেই উঠে এসেছে শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা। সা¤প্রতিক বছরগুলোতে জিনজিয়াং প্রদেশে চীনা সরকার উইঘুর মুসলিমদের বেশকয়েকটি ক্যাম্পে আটক রেখেছে। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দফতরের হিসেব অনুযায়ী বিগত কয়েক বছর ধরে প্রায় ২০ লাখ মানুষ সেখানে বন্দি রয়েছে। উইঘুর ছাড়াও কাজাখ, কিরগিজ মুসলিমরাও সেখানে বন্দি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ ও মানবধিকার সংগঠন জানিয়েছে এই ক্যাম্পগুলো আটকশিবির ছাড়া কিছুই নয়। তবে চীন এই দাবি অস্বীকার করে বলেছে, এটা স্বেচ্ছামূলক উন্মক্ত প্রশিক্ষণ কেন্দ্র। এক উইঘুর মুসলিম জানান, চীনে তার স্ত্রীকে ক্যাম্পে নেওয়া হয়েছে। তার ৮ সন্তান এখন চীনা কর্তৃপক্ষের অধীনে। তাদের সম্ভবত শিশু শিক্ষা ক্যাম্পে নেওয়া হয়েছে। জার্মানির গবেষক অ্যাড্রিয়ান জেনজ বলেন, জিনজিয়াংয়ে স্কুল স¤প্রসারণের ব্যাপক কার্যক্রম চলছে। নতুন ডরমিটরি তৈরি হচ্ছে এবং সেখানে ধারণক্ষমতা বাড়ানো হচ্ছে। এখন রাষ্ট্র অনেক শিশুর ২৪ ঘণ্টা তদারকির সক্ষমতা অর্জন করেছে। একই সঙ্গে তারা জিজ্ঞাসাবাদের ক্যাম্প তৈরি করছে। এসবই মুসলিমদের জন্য তৈরি করা হচ্ছে। মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু শিশুদের কিন্টারগার্টেনের ভর্তির হার ৯০ শতাংশ বেড়েছে। ২০১৭ সালেই এই সংখ্যা ছিলো ৫ লাখেরও বেশি। জিনজিয়াং প্রদেশে এই কিন্ডারগার্টেনের উন্নয়নে ১২০ কোটি ডলার ব্যয় করেছে চীন। জেনজ বলেন, এই নির্মাণ কাজ আসলে তাদের আটক রাখার উদ্দেশ্যেই করা। গত বছর এপ্রিলে প্রায় দুই হাজার শিশুকে আবাসিক স্কুলে ভর্তি করানো হয়। সরকারের দাবি, শিশুরো যেন সামাজিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখে সেজনও এটি করা। তবে জেনজ মনে করেন এর উদ্দেশ্য আরও গভীর। তিনি বলেন, আবাসিক স্কুলের মাধ্যমে শিশুদের চিন্তাধারা পাল্টে সাংস্কৃতিক কাঠামো পরিবর্তন করা সম্ভব। বিবিসি।

 

 



 

Show all comments
  • সাইফ আহমেদ ৬ জুলাই, ২০১৯, ১:৫৬ এএম says : 0
    allah help him
    Total Reply(0) Reply
  • Jamal Ctg ৬ জুলাই, ২০১৯, ১:৫৬ এএম says : 0
    Allah rohom koron
    Total Reply(0) Reply
  • Nazera Zahir ৬ জুলাই, ২০১৯, ১:৫৬ এএম says : 0
    Chowdhury Go the hell Chinese
    Total Reply(0) Reply
  • Mohammad Abdur Rahim ৬ জুলাই, ২০১৯, ১:৫৭ এএম says : 0
    সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সন্ত্রাসবাদ কমাবে! কে চিনকে বোঝাবে যে তাদের এই কর্মকান্ডে সন্ত্রাসবাদীতা কমেনা, বরং সন্ত্রাসবাদীতা আরো উস্কানি পাবে। অনেক মুসলিমের জংগী সংঘটনে জড়ানোর জন্য যুক্তি হচ্ছে মুসলিমরা নিপড়িত হচ্ছে। আর চীন তাদের বিশ্বাসকে আরো পাকাপোক্ত করছে।
    Total Reply(0) Reply
  • Rashidullah ৬ জুলাই, ২০১৯, ১:৫৮ এএম says : 0
    চীন যা করছেন তা কার্যকর হবে কিনা ভবিষ্যৎ বলবে।
    Total Reply(0) Reply
  • Nurur Rahman ৬ জুলাই, ২০১৯, ১:৫৮ এএম says : 0
    "মুসিলম শিশুদের পরিবার, ভাষা ও তাদের বিশ্বাস থেকে আলাদা করা হচ্ছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে"--------- ওদের মুসলমানি করতে দেয়া হচ্ছে কিনা সেটাও গবেষনা করে দেখা উচিৎ।
    Total Reply(0) Reply
  • ঠোঁটকাটা ৬ জুলাই, ২০১৯, ১:৫৮ এএম says : 0
    সবখানে মুসলিমরা কেন নির্যাতন ও হয়রানীর শিকার হয় তার আগে গভীরভাবে খতিয়ে দেখতে হবে।
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ৬ জুলাই, ২০১৯, ১:৫৯ এএম says : 0
    It is known to all that China is one of most notorious countries in the world that suppress its citizens just to safely continue its so-called fake socialism. They are socialist for general people, but fully capitalist for them-self. They don’t believe people. Unfortunately, world depends on them for low cost products and technologies of variable quality. More surprisingly some ill-fated nations with the help of same nature notorious politicians are importing their techniques of ruling the country. Because of these factors the whole world including Muslim nations keep silence or help them continue China’s notorious attitude toward its people.
    Total Reply(0) Reply
  • মোঃ নাজমুল ইসলাম ৬ জুলাই, ২০১৯, ১:৫৯ এএম says : 0
    একজন উইঘুর মুসলিমের সাথে পরিচয় ছিল। তার জবানে যা শুনেছি, তার সাথে রিপোর্ট একেবারে মিলে যায়। সে খুব আফসোস করে বলে, ইসলামের স্পিরিট থেকে সড়ানো থেকে মৃত্যু শ্রেয়।
    Total Reply(0) Reply
  • জিন্নাতারা ৬ জুলাই, ২০১৯, ১:৫৯ এএম says : 0
    China is a threat to world people. America needs to control Chinese power
    Total Reply(0) Reply
  • মুসলিম জাতি আজ সারাবিশ্বে নির্যাতিত কেনো?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ