Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুভেন্টাসে ফিরলেন বুফন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ৫:৫৮ পিএম | আপডেট : ৬:০৩ পিএম, ৫ জুলাই, ২০১৯

জুভেন্টাসের সঙ্গে তার সম্পর্কটা প্রাণের। সেখান থেকে গত মৌসুমে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। চুক্তি শেষে আবার প্রিয় ক্লাব জুভেন্টাসে ফিরে এলেন ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।
সেরি আর সফলতম ক্লাবটিতে দীর্ঘ ১৭ বছর কাটিয়ে গত বছরের জুলাইয়ে এক বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন বুফন। প্যারিসের ক্লাবটির হয়ে গত মৌসুমে জেতেন লিগ ওয়ান শিরোপা। গত ৫ জুন পিএসজি ছাড়ার ঘোষণা দেন ইতালির বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। তুরিনের দলটির সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
জুভেন্টাসের ৬৫৬টি ম্যাচ খেলে নয়বার সেরি আসহ অনেক শিরোপা জিতেছেন বুফন। সেরি আয় আর মাত্র আটটি ম্যাচ খেললে এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনিকে টপকে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন বুফন।
রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে ইতালি ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন দেশটির হয়ে সবচেয়ে বেশি ১৭৬টি ম্যাচ খেলা বুফন। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
বুফনের ক্যারিয়ারে একমাত্র অধরা শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৩, ২০১৪ ও ২০১৭ সালে প্রতিযোগিতাটির ফাইনাল খেললেও শিরোপাটি জেতা হয়নি তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুভেন্টাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ