Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিফাত হত্যাকারীদের শাস্তির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

বরগুনার সরকারি কলেজ সড়কে গত ২৬ জুন সকালে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে বামনা প্রেসক্লাবের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য দেন, বামনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন জনী ও সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান প্রমুখ।

বক্তারা রিফাত শরীফ হত্যাকান্ডে জড়িত প্রধান আসামী নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান ও বাকি আসামীদের দ্রæত গ্রেফতারসহ গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিফাত

২৭ জুন, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ