মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের ক্যারাবিয়ান উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বুধবার দেশটির মসকিটিয়া অঞ্চলের উপকূলের ওই ঘটনাস্থল থেকে আরও ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে ওই কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি। চিংড়ি ধরার ওপর সরকার আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর লোক বোঝাই করে সাগরে গিয়েছিল ৭০ টনের ওই ট্রলারটি। তবে কী কারণে ট্রলারটি ডুবে যায় তা পরিষ্কার হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। ট্রলারটির ক্যাপ্টেন একটি ‘এসওএস’ বার্তা পাঠাতে পেরেছিলেন, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। হন্ডুরাসের সশস্ত্র বাহিনীর মুখপাত্র হোসে মেজা জানিয়েছেন, মৃতদেহগুলো ও জীবিতদের নিকটবর্তী শহর পুয়ের্তো লেমপিরায় নেওয়া হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।