Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ট্রাকের চাপায় মাছের খাবার ব্যবসায়ী নিহত

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৮:৫৯ পিএম

নেত্রকোনা জেলা শহরের এলজিইডি অফিসের সামনের সড়কে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ট্রাক চাপায় তারেক আহমেদ সুমন (৪২) নামক এক ব্যবসায়ী নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুনই গ্রামের বাসিন্দা সুমন নেত্রকোনা জেলা শহরের পাটপট্টি এলাকায় বসবাস করে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার এলাকায় সততা ফিড মিল নামক দোকান দিয়ে মাছের খাবার বিক্রি করতেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সুমন মোটর সাইকেল যোগে বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এলজিইডি অফিসের সামনে পৌঁছলে একটি বেপরোয়া গতির ট্রাক পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ট্রাকের পিছনের চাকায় চাপা পড়েন। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শ্যামগঞ্জ পৌছঁতেই তিনি মারা যান।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ