Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেড়েছে কুপিয়ে হত্যা

সাখাওয়াত হোসেন | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীসহ সারাদেশে কুপিয়ে হত্যার ঘটনা বেড়েই চলেছে। গত এক মাসে ২৯জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ ঘটনায় জড়িতরা ধরাছোয়ার বাইরে। এ সময়ের মধ্যে রাজধানী ও তার আশেপাশেই ঘটেছে চারটি ঘটনা। গত ২৬ জুন বরগুনায় রিফাত হত্যাকান্ডের দিনে কুপিয়ে হত্যা করা হয়েছে আরও দুই জনকে। কুপিয়ে হত্যার এমন নৃশংসতার শিকারদের মধ্যে ৮জনই নারী। আর নিহতদের মধ্যে ১২ বছরের কিশোর যেমন রয়েছে, তেমনি রয়েছে ৯০ বছরের বৃদ্ধাও। রয়েছেন শ্রমজীবী মানুষ, জন প্রতিনিধি ও রাজনৈতিক কর্মীও।

তবে বরগুনায় রিফাত হত্যার ঘটনায় এ পর্যন্ত ৭জনকে গ্রেফতার ও মুলহোতা নয়ন বন্ড ক্রসফায়ারে নিহত হয়েছে। অন্যদিকে গত ২৮ জুন যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত সাতক্ষীরা জেলার ধানদিয়ায় যাওয়ার কথা বলে কিশোর ভ্যান চালক শাহীনকে আঘাত করে ভ্যানটি ছিনতাই করে নিয়ে যাওয়া ঘটনায় পুলিশ ভ্যানটি উদ্ধারসহ ৪জনকে গ্রেফতার করেছে। শাহীন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরাধ ও সমাজবিজ্ঞানীরা বলছেন, সমাজে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি চালু রয়েছে। মানবিক মূল্যবোধের অবক্ষয়, আকাশ সংস্কৃতির প্রভাব, বিচারের দীর্ঘসূত্রতা বা অপরাধ করেও পার পেয়ে যাওয়ার প্রবণতা এসব নানা কারণে অপরাধ করার সাহস পাচ্ছে দুর্বৃত্তরা। একই সঙ্গে মানুষের প্রতিবাদের যে নৈতিক ভিত্তি তা দিনকেদিন দুর্বল হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা আরো বলছেন, পুঁজিবাদী সমাজে মানুষের মধ্যে ব্যক্তি স্বাস্তবাদ বেড়েছে। অহেতুক ঝামেলা এড়াতে চোখের সামনে নৃশংস ঘটনা ঘটলেও তাদের বোধ কাজ করছে না। ফলে কেউ প্রতিবাদও করছে না। আধুনিক সমাজব্যবস্থার কারণেও মানুষ ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছেন। কেউ কারও বিপদে এগিয়ে আসছেন না।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, এ ধরনের প্রতিটি ঘটনাই পুলিশ সদরদফতর থেকে মনিটরিং করা হচ্ছে। জড়িতদের গ্রেফতার করার বিষয়ে কাউকে ছাড় দেয়া হচ্ছে না, সে যেই হউক। এছাড়া নেপথ্যে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, এ ধরনের নৃশংসতা যে এবারই প্রথম, তা কিন্তু নয়। কিংবা এটা যে নতুন করে বেড়ে গেছে, তা-ও নয়। একটা সময়ে জমি দখল বা চর দখলের জন্য প্রকাশ্যে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর এমন নৃশংসতা চালাতো। সেসব এখন হয়তো নেই। তবে ধরন পাল্টেছে। সমাজব্যবস্থাও একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক কারণে সমাজে অস্থিরতা বেড়েছে। সেই সঙ্গে অপরাধের ধরনও পাল্টাচ্ছে। সমাজে নানারকম নেগেটিভ এলিমেন্ট ঢুকে পড়েছে। এ কারণে নৃশংস অপরাধের মাত্রাও বাড়ছে।
তিনি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতার কারণে এবং গণতন্ত্র সংকুচিত হওয়ায় মানুষের যে নৈতিক প্রতিবাদ করার সাহস, সেটি কিন্তু ভোঁতা হয়ে গেছে। সমাজে দুর্বৃত্তরা অনেক অপরাধ সংঘটিত করে, সেটা নতুন কিছু নয়। কিন্তু এটির মাত্রা এবং প্রকাশ্য দিবালোকে যখন প্রতিবাদহীনতা থাকে, অর্থাৎ কোনও প্রতিবাদ হয় না, প্রতিরোধ হয় না, সেটি হচ্ছে ভয়াবহ। দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক চর্চার অনুপস্থিতি, প্রতিবাদ ও যৌক্তিক সমালোচনার অগ্রহণযোগ্যতা সমাজে বা রাষ্ট্রে এ ধরনের অবস্থা তৈরি করেছে। সাধারণের ভেতরে প্রতিবাদ বা প্রতিরোধের যে ক্ষমতা তা ক্রমান্বয়ে কমছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির বলেন, সমাজে হিংস্রতা বেড়েছে। হিংস্রতা মানুষের তখনই বাড়ে যখন মানুষের মধ্যে ইমোশন বা ভ্যালুজ কমতে থাকে। মূল্যবোধের অবক্ষয় দেখতে পাচ্ছি। বাংলাদেশের সমাজ একসময় ঐতিহ্যবাহী আবেগপ্রবণ ছিল। কিন্তু সেই সমাজ এখন রুটলেস হয়ে গেছে। আমাদের এখন মায়া-মমতা কমে গেছে, আবেগ কমে গেছে। সমাজে অসুস্থ প্রতিযোগিতা বেড়েছে। অসুস্থ মানসিকতায় যেকোনও মূল্যে যেকোনও কিছু পাওয়ার প্রবণতা বেড়েছে। এসব কারণেই হিংস্রতা বা নৃশংস উপায় বেছে নিচ্ছে মানুষ।

জানা যায়, রাজধানীতে স্ত্রীকে কুপিয়ে খুন করেছেন এক স্বামী। মোহাম্মদপুরে রায়েরবাজার এলাকায় সোমবার ১ জুলাই দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার (১৯)। অভিযুক্ত স্বামী খোকন পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তবে ওই ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ জানিয়েছে পারিবারিক কলহের জের ধরে খোকন তার স্ত্রী শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এর দুই দিন আগে কেরানীগঞ্জে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে দর্বৃত্তরা। মো. রনি (২৫) নামের ওই অটোরিকশা চালককে রোববার ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তার শমসেরপুল এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকা থেকে তিন যুবককে আটক করেছে। রনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া কাঁচা সড়ক এলাকার হারুন হাওলাদারের ছেলে।

একই দিনে রাজশাহী থেকে এসেছে অপর এক নারীকে কুপিয়ে হত্যা করার খবর। জেলার পুঠিয়া উপজেলার লেপপাড়া গ্রামে রোববার ৩০ জুন ভোরে কারিমা খাতুন (৪০) নামে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বামীর নাম শফিকুল ইসলাম। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আবুল কাশেম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বাড়িও একই গ্রামে। তার এক দিনে আগে ২৯ জুন শনিবার রাজধানীর হাজারীবাগে ইয়াসিন নামে ১৬ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রায়েরবাজার এলাকায় শনিবার রাতে ১৫-১৬ জন দুর্বৃত্তের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয় কিশোর ইয়াসিন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াসিন চায়ের দোকানদার ছিল। হত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশ বলেছে এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলেছে।

গত ২০ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। এবার হত্যার শিকার হন অমর তাঁতী (৫৫) নামে এক চা বাগানের পাহারাদার। অমর তাঁতী গিলানী চা বাগানে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, রাতের খাবার শেষে বাড়ি থেকে বের হলেও কর্মস্থলে না যাওয়ায় রাত ১টার দিকে তাকে খুঁজতে বের হন সহকর্মীরা। একপর্যায়ে বাগানে ধারালো অস্ত্রের আঘাতে তার ক্ষত-বিক্ষত লাশটি দেখতে পাওয়া যায়। আর ১৯ জুন বুধবার মাদারীপুর সদর উপজেলায় এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নির্বাচনে জয় পাওয়া বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও স্থানীয় ছাত্রলীগ কর্মী এরশাদ মুন্সী নিহত হন বলে খবর প্রকাশিত হয়েছে।

গত ১৭ জুন সোমবার ময়মনসিংহের মুক্তাগাছায় আমির উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করে লোকমান হোসেন তুরা (৫০) নামের এক মাদকসেবী। মদক সেবনে নিষেধ করায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক লোকমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। এছাড়া ১৫ জুন শনিবার কুপিয়ে হত্যার ঘটনা ঘটে দুটি। ওই দিন যশোরের চৌগাছায় পুকুর ইজারা নিয়ে দ্ব›েদ্ব মমিনুর রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে তার আপন খালাতো ভাইরা। উপজেলার লস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে (১৫ জুন) নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কিশোর বয়সী (১২) সৎ ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে বড় ভাই এসাহাক। ঘটনার দিন সকাল ৭টার দিকে উপজেলার পুটিমারী গ্রামের আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম হেদায়েত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ