Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৪:১৯ পিএম

দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ কঠোর নজরদারীকে উপেক্ষা করে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠন। শহরের কালাইশ্রীপাড়ায় মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ গোলাম সারওয়ার ভূইয়া খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক এ.বি.এম. মোমিনুল হক, আলী আজম, দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন, ইয়াছিন মাহমুদ, আবুল বাশার, শেখ মোঃ হাফিজুল্লাহ, মোল্লা সালাউদ্দিন, অথৈ মোল্লা, সমীর চক্রবর্তী সহ বিএনপি যুবদল, ছাত্রদল ও তার অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির কারণে দেশের মানুষ আজ এক অস্বস্তিকর অবস্থায় জীবন যাপন করছে। আমরা এ সমস্ত অযৌক্তিক মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ