Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে নোট জাল চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৪:১৩ পিএম

সিলেটের গোলাপগঞ্জ থেকে জাল নোট তৈরি ও সরবরাহ করায় প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
অভিযানে গোলাপগঞ্জ থানাধীন ডামপালস্থ মোঃ গৌছ উদ্দিনের আধাপাকা টিনশেড ঘরের সামনে থেকে ৩ টি এক হাজার টাকার জাল নোট, ৪ টি সাদা রং এর বোতল ও জাল নোট তৈরির বিভিন্ন প্রকার ক্যামিকেলসহ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৯।
গ্রেফতারকৃতরা হলো- গোলাপগঞ্জ থানার ডামপালের মৃত মনোহর আলীল পুত্র গৌছ উদ্দিন (৫০) ও একই থানার আমুড়া দক্ষিণ পাড়ার লোলাই মিয়ার পুত্র জুবেল আহমেদ (৪৯)।
র‌্যাব-৯, সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান মঙ্গলবার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল নোটসমূহ বিভিন্ন জায়গায় অপরিচিত দোকানদারদের কাছে সরবরাহ করার কথা স্বীকার করেছে। মেজর মোঃ শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার

১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ