Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে মা-মেয়েকে গুলি করে হত্যা

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৩:৫৮ পিএম

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকায় মা-মেয়েকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার দুপুরে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ম্রা সাং খই মারমা (৫৯) ও মেয়ে সাংনু মারমা (২৮)।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দিনগত রাতে গবাছড়া এলাকায় ম্রা সাং ও মেয়ে সাংনুকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। নিহত মা-মেয়ের স্বামীরা দুইজনই মারমা লিবারেশন পার্টির সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষরা স্বামীদের খোঁজে এসে তাদের না পেয়ে মা-মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, খবর পেয়ে লাশ দু’টি উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলি করে হত্যা

২৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ