Inqilab Logo

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীরী পণ্ডিতকে গুলি করে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩৩ এএম

ভারতের জম্মু ও কাশ্মিরের বুধগ্রাম জেলার এক সরকারি কার্যালয়ে প্রবেশ করে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। কাশ্মীরী পণ্ডিত রাহুল ভাটের ওপর চাদুরা গ্রামের তহশিল অফিসে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুই বন্দুকধারী তহশিল অফিসে প্রবেশ করে সেখানে কর্মরত রাহুল ভাটের ওপর কাছ থেকে গুলি চালায়। গত আট মাস ধরে কাশ্মিরে অভিবাসী কর্মী এবং স্থানীয় সংখ্যালঘুদের নিশানা বানানো হচ্ছে। তার সবশেষ নজির এই হত্যাকাণ্ড। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও পরবর্তী ঘটনাপ্রবাহের জেরে গত বছরের অক্টোবর থেকে টার্গেট কিলিং শুরু হয়। এতে মূলত জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে কাজের খোঁজে যাওয়া অভিবাসী এবং সংখ্যালঘু কাশ্মীরী পণ্ডিতদের নিশানা বানানো হচ্ছে। অক্টোবর মাসে পাঁচ দিনের মধ্যে সাত বেসামরিককে হত্যা করা হয়। এদের মধ্যে একজন কাশ্মীরী পণ্ডিত, একজন শিখ, এবং দুইজন অনাবাসী হিন্দু ছিলেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীরী পণ্ডিতকে গুলি করে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ