যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে নিজেকে সংস্কৃতিবান করা সম্ভব এবং একজন ব্যক্তি সংস্কৃতিবান হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ সুস্থ ও সুন্দর সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে সমাজের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। গত রোববার শারজাহ মাম রেস্টুরেন্টের মজলিশ আল মদিনার হলরুমে বাংলাদেশ কালচারাল মিশন সংযুক্ত আরব আমিরাত কর্তৃক আয়োজিত শিল্পীদের প্রশংসাপত্র প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
বিশিষ্ঠ কমিউনিটি নেতা অধ্যপক এম এ ছবুরের সভাপতিত্বে ও সাংবাদিক মাহাবুব হাসান হৃদয়ের পরিচালনা এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সেক্রেটারী জেনারেল নুর মোহাম্মদ সিআইপি। বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজাহ’র সভাপতি এম এ বাশার, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, বিশিষ্ঠ কমিউনিটি নেতা মুনছুর ছবুর, আবুল কাশেম, মোহাম্মদ নুরুল আলম, ইয়াকুব সৈনিক, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ জাবেদ মাসুম, শেফালী আক্তার আঁখি, মোহাম্মদ সিরাজ উদদৌলাহ, জাহাঙ্গীর আলম রুপু, ইমাম হোসেন পারভেজ, ফাইজুল আহাম্মেদ, বর্না, দিবা, মনি ও নিশু প্রমূখ।
উল্লেখ্য, গত ১৪ জুন বাংলাদেশ কালচারাল মিশন সংযুক্ত আরব আমিরাত কর্তৃক শারজাহ ই-ওয়ান হোটেলের হলরুমে আয়োজিত জমকালো মাল্টি কালচারাল অনুষ্ঠান ঈদ উৎসবে উপমহাদেশের শীর্ষ ফ্যাশন শো ও নৃত্যে অংশ গ্রহণকারী শিল্পীদের এ প্রশংসাপত্র প্রদান ও নৈশ ভোজের আয়োজন করে। প্রবাসে এরকম সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজক ও কমিউনিটির সকলকে ধ্যন্যবাদ জানান আগত দর্শনার্থীরা।
বাংলাদেশ কালচারাল মিশন আরব আমিরাত কর্তৃক আয়োজিত শিল্পীদের প্রশংসাপত্র প্রদান অনুষ্ঠানে শিল্পী ও অতিথিবৃন্দ। ছবি- ছালাহউদ্দিন
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।