Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারের বর্ষায়ও ভবদহে পানিবদ্ধতার শঙ্কা

টিআরএম চালুর দাবিতে সংবাদ সম্মেলন

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম


জোয়ারাধার (টিআরএম-টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালুর দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করে কমিটির নেতৃবৃন্দ এ দাবি জানান।

ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির অভয়নগর মণিরামপুরের আহŸায়ক এনামুল হক বাবুল বলেন, কপালিয়া বিলে টিআরএম চালু না হলে এবারও বর্ষা মৌসুমে দুই উপজেলার বিরাট এলাকা পানিবদ্ধতায় পরিণত হবে। এ অবস্থায় ভবদহ ¯øুইসগেট থেকে কাশিমপুর পর্যন্ত ১৭ কিলোমিটার উজানে, লক্ষাইডাঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার নদী খনন, পানি নিষ্কাশন পথের সকল বাঁধা অপসারণ এবং আমডাঙ্গা খালের মাধ্যমে পানি নিষ্কাশনের জন্য খাল খনন করতে হবে।

তিনি আরও বলেন, ২০১২ সালে বিল খুকশিয়ায় টিআরএম বন্ধ করে দেয়ায় হরি নদীতে পলি জমে ভরাট হয়ে গেছে। যার ফলে নতুন করে পানিবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ