মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ যুবরাজ উইলিয়াম তার স্ত্রী কেট মিডলটনকে নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছেন। রোববার কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এক টুইট বার্তায় ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের এই সফরের কথা ঘোষণা করা হয়।
বার্তায় বলা হয়, পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের আমন্ত্রণে আগামী বসন্তে পাকিস্তান সফরে যাচ্ছেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট। খবর ডন।
লন্ডনের পাকিস্তান হাইকমিশন রাজপরিবারের এ সফরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের হাইকমিশনার নাফিজ জাকারিয়া বলেন, যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সুসম্পর্কই এ রাজপরিবারের আসন্ন সফরের মাধ্যমে প্রকাশ পাবে। এ সফরের মাধ্যমে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এই প্রথম পাকিস্তান সফরে আসছেন যুবরাজ উইলিয়াম। এর আগে ১৯৬১ ও ১৯৯৭ সালে পাকিস্তান সফরে এসেছিলেন ব্রিটিশ রাণী এলিজাবেথ। ২০০৬ সালে সফর করেন প্রিন্স অব ওয়েলস চার্লস। প্রিন্সেস অব ওয়েলস ডায়নাও কয়েকবার পাকিস্তান সফর করেছেন। তবে ডিউক ও ডাচেস অব সাসেস্ক যুবরাজ হ্যারি ও মেগান মার্কেল এই সফরে যোগ দিচ্ছেন না। তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, এই বসন্তে তারা তাদের আফ্রিকা সফরেই ব্যস্ত থাকবেন। সূত্র: ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।