Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেনশনারদের অনলাইনের কাজ সহজ হোক

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

পেনশনারদের পেনশন অনলাইনে চালু হওয়ার প্রাক্কালে অযথা দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ পেনশনভোগীদের তাদের পেনশন বই নিয়ে যেতে হবে ঢাকার সেগুনবাগিচার নিজ নিজ হিসাবরক্ষণ অফিসে। মিরপুর, পল্লবী, গাবতলী থেকে সেগুনবাগিচা যাওয়া আজকাল যে কোনো বৃদ্ধের পক্ষে রীতিমতো কষ্টকর। কিন্তু যিনি যে ব্যাংক থেকে পেনশন তুলছেন, তার অনলাইনের যাবতীয় কাজ ওই ব্যাংক থেকে সম্পন্ন করে দেওয়া হলে পেনশনভোগীদের সমস্যা আর বাড়বে না। পেনশনারকে আবার হিসারক্ষণ কার্যালয়ে যাওয়া-আসা করা ও ধরনা দিতেও হবে না। হিসাবরক্ষণ অফিসে যাওয়া-আসা এ যেন আরেক ভোগান্তিতে ফেলানো হলো বৃদ্ধ পেনশনভোগীদের। পেনশন নেয় মানুষ শেষ বয়সে। আর এই শেষ বয়সে পেনশন বই নিয়ে হিসাবরক্ষণ অফিসে যাওয়া-আসা আর ছোটাছুটি করা মানেই পেনশনভোগীদের রীতিমতো কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। সংশ্নিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখুন।
লিয়াকত হোসেন খোকন , ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেনশনারদের অনলাইন
আরও পড়ুন