Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

দেশের গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মদ্যে বগুড়ায় পৃথক দুর্ঘটনায় ৪, রাজশাহী, পাবনা ও ভালুকায় ১ জন করে। বিস্তারিতআমাদের ব্যুরো ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনে :

বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। বগুড়া সদর, দুপচাঁচিয়া ও শেরপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে এই দুর্ঘটনায় ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- আল আমিন (২৮), বিপ্লব হোসেন (৩০), হাসান আলী (২৫)ও আব্দুল গনি (৩৮)।

পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কে বগুড়া সদর উপজেলার বুজরুগবাড়িয়া নামক স্থানে একটি কাঁঠাল ভর্তি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিলো।এসময় ওই ট্রাকটি মেরামত করতে অটোরিক্সায় মিস্ত্রী আনা হয়। তারা কাজ করার সময় পিছন দিক থেকে একটি পাথরবাহী ট্রাক ধাক্ক দিলে কাঁঠাল বোঝাই ট্রাক রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সকাল ৬ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া ব্রীজের নিকট বগুড়া থেকে নওগাঁগামী একটি বাস বগুড়া শহরের দিকে আসা সিএনজি চালিত একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অটোরিক্সা চালক হাসানকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এছাড়া বৃহস্পতিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকার দিকে যাওয়া একটি গরুবাহী ট্রাককে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। দুই ট্রাকের সংঘের্ষ গরু ব্যবসায়ী আব্দুল গনি মারা যান। এসময় আরো ২ জন আহত হয়। তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া এলাকায় গতকাল দুপুরে লিলি সিনেমা হল মোড়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত ও আহত হয়েছেন আরও চারজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম বাদশা (৪৫)। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে।

কাশিয়াডাঙ্গা থানার এসআই মশিউর রহমান জানান, দারুশা সংযোগ সড়ক হয়ে একটি অটোরিকশা বাইপাস সড়কে উঠছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ গামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে বাদশা নামের এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হন অটোচালকসহ আরও চার যাত্রী। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষনিকভাবে আহতের পরিচয় পাওয়া যায়নি।

পাবনা : পাবনার নগরবাড়ি-বগুড়া মহাসড়কে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ১১টার দিকে সাঁথিয়া উপজেলার বেঙ্গলমিট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী বিপ্লব হোসেন (৩৭) বগুড়া সদর উপজেলার পল্লী মঙ্গল গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকায় একটি ওষুধের দোকানে কর্মরত ছিলেন।

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন হোসেন জানান, নিহত বিপ্লব ও অন্য এক ব্যক্তি দু’টি মোটরসাইকেলে পাশপাশি নিজেরা কথা বলতে বলতে বাইক চালাচ্ছিলেন। পথিমধ্যে সাঁথিয়ার বেঙ্গল মিট নামক স্থানে বগুড়ামুখী ট্রাকের সাথে (ঢাকা মেট্রো-ট-২০-৬১১৩) বিপ্লবের মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিপ্লব হোসেন (৩৭) নিহত হন। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

ভালুকা, ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার নিশিন্ধা নরটেক্স টেক্সটাইল মিলের সামনে গতকাল শুক্রবার ভোরে ঢাকাগামী এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ১০-১২ ফুট নিচে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন।

ভালুকা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী অ্যাম্বোলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ১০-১২ ফুট নিচে পাশের খাদে পড়ে যায়।এতে চালকের সহকারী লক্ষীপুরের রায়পুর থানার বাখালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিজান (২২) ঘটনাস্থলেই মারা যান। ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাঁর পরিচয় জানা যায়নি। ভালুকা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(এসআই) আব্দুস সালাম জানান,লাশ ও অ্যাম্বোলেন্সটি তাদের হেফাজতে রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ