Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরশাদের চিকিৎসার জন্য টাকার সংস্থান হয়নি

সংসদে রাঙ্গা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৪ এএম

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, এখন উনি (এরশাদ) মৃত্যুশয্যায় কিন্তু উনার চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন তার সংস্থান এখন পর্যন্ত আমরা করতে পারিনি। আমরা উনাকে যে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাবো সেই অবস্থাও উনার তো নাই। জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গতকাল তিনি এসব কথা বলেন।

পরে অবশ্য রাঙ্গা বলেন, এখন পর্যন্ত উনাকে (এরশাদ) বাইরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমরা চাই উনি আবার বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে আসুন। আজ পর্যন্ত আমি কোনো সংসদ সদস্যের কাছে শুনি নাই যে, হুসেইন মুহম্মদ এরশাদ খারাপ লোক। কিন্তু বিএনপির ভাইদের কাছে শুনলেই তারা বিভিন্নজন বিভিন্নভাবে বলেন, এরশাদ খারাপ লোক। তারা বলেন, সাত্তারের কাছ থেকে জোর করে তিনি (এরশাদ) ক্ষমতা নিয়েছেন, এসব মিথ্যা কথা। কোনো দিন তিনি ক্ষমতা নিতে চাননি। এরশাদকে নিয়ে বিএনপির নেতাকর্মীরা বলেন- লোকটা কবে মরবে? এসব কথা শুধু বিএনপির পক্ষেই বলা সম্ভব।

এরশাদ জোর করে কোনো ক্ষমতা গ্রহণ করেননি দাবি করে তিনি বলেন, সেই সময় হত্যা ও ডাকাতি মামলার আসামি মন্ত্রীদের বাসায় আশ্রয় নিয়েছিলেন। হত্যা মামলার আসামিরা যদি মন্ত্রীর বাসায় আশ্রয় নেয়, সেই সরকারকে মানুষ কিভাবে এ দেশে রাখে? তাদেরকে যে উৎখাত করা হয় নাই, তাদেরকে যে এই দেশ থেকে বের করে দেওয়া হয়নি, এটাই বড়।

জাপা মহাসচিব বলেন, দেশের মানুষের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য এ সরকার যা করছে, আমরা তাতে সহযাগিতা করতে চাই। আমরাও চাই, বিএনপি সহযোগিতা করে এ দেশের মানুষদের জন্য কিছু করুক।
বিএনপি সরকারের আমলে বিভিন্ন হত্যাকাÐের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০১ সালে আমার ৮ বছরের সন্তান নারায়ণগঞ্জ থেকে ফিরে আসার সময় শনির আখড়ায় অপহরণ হয়েছিল। আমার একমাত্র সন্তান তখন ক্লাস ফ্লোরে পড়তো। রাত ৩টার সময় আমার ছেলের টেলিফোন পেলেও তার সঙ্গে যে কেয়ারটেকার ছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। ড্রাইভারকেও ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল। সেই সময় এসব ঘটনা ঘটলেও বিএনপি আজ বড় বড় কথা বলে। ওই ঘটনার পর আমার ছেলে এখনও রাতে ভালোভাবে ঘুমাতে পারে না। কিন্তু আমি কোনো বিচার পাইনি।

বিএনপি এমপিদের সমালোচনা করে রাঙ্গা বলেন, সংসদে আসলেন তবে দেরি করে। সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি। তারা (বিএনপি) সংসদে বক্তব্য দেওয়ার জন্য আমার কাছ থেকে সময় নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলেন।

 



 

Show all comments
  • Mahabur Alam Shohag ২৮ জুন, ২০১৯, ৪:২২ এএম says : 0
    অাল্লাহ এই মানুষটা‌কে তু‌মি সুস্থ ক‌রে দাও। অা‌মিন।
    Total Reply(0) Reply
  • Mojibur Rahman ২৮ জুন, ২০১৯, ৪:২৩ এএম says : 0
    বার্ধক্যজনিত অসুখ, দোয়া করি কাক্কু যেন সুস্থ হয়ে উঠেন এবং মউতের সময় উনি সহ সকলকে ঈমানের সহিত মৃত্যূ নসিব করেন !
    Total Reply(0) Reply
  • Aslam Uddin ২৮ জুন, ২০১৯, ৪:২৫ এএম says : 0
    এরশাদ সাহেবের জন্য টাকার সংস্থান হয় নাই, এটা আজব এক খবর।
    Total Reply(0) Reply
  • Fahim Al Shahriyar ২৮ জুন, ২০১৯, ৪:২৫ এএম says : 0
    সোলাইমান আলম শেষ্ঠ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, উনি একলা চাইলে তো পারে। রাঙ্গা সাহেব আপনি এম.পি,আপনি চাইলেও পারেন.. ৳ কেন ম্যানেজ করতে হবে? বুঝলাম না।
    Total Reply(0) Reply
  • Chowdhury Ahad ২৮ জুন, ২০১৯, ৪:২৬ এএম says : 0
    যদি এটা সত্যি হয় তাহলে বলবো, একজন সাবেক সেনাপ্রধান এবং সাবেক রাষ্ট্রপতির এমন হাল সত্যিই দুঃখজনক। সত্যিই সব সম্ভবের দেশ বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • A R Apu Chowdhury ২৮ জুন, ২০১৯, ৪:২৮ এএম says : 0
    দুঃখজনক
    Total Reply(0) Reply
  • হাসিবুল ইসলাম জয় ২৮ জুন, ২০১৯, ১০:০৪ এএম says : 0
    আমাদের পল্লী পিতা পাশে,তৃণমূলের নেতৃবৃন্দ ও ওনার ভাই যিনি বাংলাদেশের মানুষের কাছে একজন সজ্জন ব্যক্তি বা সৎ লোক ভালো মানুষ হিসেবে যার পরিচিতি ।সত্যিই হয়তোবা অনেকেই বিশ্বাস করবেন না, আজকের এই নয় বৎসরের শাসক,জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ যার হাতে কেউ মন্ত্রী ও এমপি, কেউ বা সংসদ সদস্য অথবা কাউকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করলেন,কেউ আর কোন ভাবেই চেয়ারম্যান সাহেবের সাথে নাই।আমার এই উক্তি কেউ বিশ্বাস করবে না এটা আমার জানা,বাস্তবে রূপ হচ্ছে এটাই ।
    Total Reply(0) Reply
  • Pabli ২৮ জুন, ২০১৯, ২:৪৭ পিএম says : 0
    এরশাদ সাহেবকে তওবা করে আল্লাহ আল্লাহ করতে বলেন, যাতে করে মুত্যূর সময় অন্য কাউকে মনে না পড়ে আল্লাহকে যাতে স্বরণ করতে পারে।
    Total Reply(0) Reply
  • সিরাজুল ইসলাম ২৮ জুন, ২০১৯, ২:৫১ পিএম says : 0
    তবে কি বাংলাদেশের এত বড় স্বৈরশাসক বিনা চিকিৎসায় মারা যাবেন?রাঙা সাহেবরা এরশাদ জীবিত থাকুক এটা চাননা!না হয় যার নামে তারা রাজনীতি করেন তার চিকিৎসার জন্য কেন টাকার প্রবলেম হব?দলের বিত্তবান লোকের অভাব আছে নাকি?তাছাড়া এরশাদের এত টাকা পয়সা গেলো কই?
    Total Reply(0) Reply
  • M nasiruddin shah ২৮ জুন, ২০১৯, ১১:৩৭ পিএম says : 0
    মিথ্যাচার করার সিমা থাকা প্রয়োজন। কোন পাগলেও বিশ্বাস করবেন রাঙ্গা সাহেব এর কথা। এরশাদ সাহেব টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না। কত টাকার প্রয়োজন। শারীরিক অবস্থার কোথায় কি মারাত্মক খতি হয়েছেন। কি করতে হবে। কিছুর সংবাদ তার দলের কেও কি জানেন। মৃত্যু পথযাত্রী রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নিয়ে মিথ্যাচার করা কতটুকু ভদ্রলোকের পরিচয় দিলেন। ইতালিয়ান একটি প্রবাদ আছে। একজন রাজনীতিবীদ হতে। একজন কসাই "" নাকি অনেক সতি। সতিই যদিওবা টাকার প্রয়োজন ছিল সংবাদ মাধ্যমে না বলে মাননীয় প্রধান মন্ত্রীর সাথে যোগাযোগ করতেন আমাদের শতভাগ বিশ্বাস সব টাকার সব চিকিৎসার যাবতীয় ব্যবস্হা করতেন।
    Total Reply(1) Reply
    • MAHMUD ৩০ জুন, ২০১৯, ৬:০৩ পিএম says : 4
      Nasirruddin sir you are right.
  • Aziz ১ জুলাই, ২০১৯, ১০:১০ এএম says : 0
    Allah will help him.
    Total Reply(0) Reply
  • Nazmul Hussen ১ জুলাই, ২০১৯, ১০:৩৩ এএম says : 0
    টাকার সংস্থান হয়নি শুনে খুব অবাক হলাম। উনার কি আল্লাহর রহমতে টাকা কম আছে নাকি? আপনিও কিভাবে লজ্জা-শরম ভুলে এভাবে টাকার সমস্যার কথা বলতে পারলেন? চতুর্দিকে শুধু খাই খাই আর চাই। এরশাদ সাহেব অনেক ভালো একজন মানুষ। সারাদেশের পল্লী এলাকার মানুষের বন্ধু। আল্লাহ যেন উনাকে পূর্ণ সুস্থ করে দেন সেটাই কামনা করি। আমিন!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ