Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্কট নিরসনে বিক্ষুব্ধদের সাথে বসছে বিএনপির স্থায়ী কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ৮:২৩ পিএম

ছাত্রদলের কাউন্সিল নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনে বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধদের সাথে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। ছাত্রদলের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না এতথ্য জানান। এর আগে বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সাবেক নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহিন উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের মধ্যে ছিলেন-সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির, মামুন বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।

বৈঠক শেষে বিকেল পৌনে ৪টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, সাবেক ছাত্রনেতাদের সঙ্গে আলাপ করলাম। কিছুক্ষণের মধ্যে ওদের (বিক্ষুব্ধদের) ডাকব। কীভাবে সমাধান করা যায়, সেটা আমরা করব। বয়সসীমা তুলে দেয়া বা নিয়মিত ছাত্রদের নিয়ে কাউন্সিল, ১২ নেতার বহিষ্কারাদেশ বাতিল, কাউন্সিলের কার্যক্রম স্থাগিত রাখার দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছে ছাত্রদলের একাংশ।

আন্দোলকারী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির সাংবাদিকদের বলেন, আসলে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হয়। আমরা দল করতে চাই, এজন্যই আমরা আসছি, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। সার্চ কমিটির নেতারা আমাদের সাথে কথা বলেছেন। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির নেতাদের দায়িত্ব দিয়েছেন এ সমস্যা সমাধানের। তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। বৈঠক করার পর আমাদের পরবর্তী করণীয় ঠিক করব। যদি সমাধান হয় তাহলে তো হলোই, না হলে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য ঘোষিত তফসিল বাতিল ও বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটির দাবিতে বৃহস্পতিবার দুপুরে লাঠিসোটা ও পচা ডিম নিয়ে ছাত্রদলের বিক্ষুব্ধ ও বহিষ্কৃত নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুর ১টা ২০ মিনিটের দিকে শতাধিক নেতাকর্মী একটি মিছিল নিয়ে নয়াপল্টনে কার্যালয়ের সামনে আসেন। এ সময় তারা ‘অবৈধ তফসিল, মানিনা মানব না’, ‘অবৈধ সিন্ডিকেট মানিনা মানব না’, ‘কথায় কথায় বহিষ্কার, দল কি তোদের বাপ দাদার’, ‘সিন্ডিকেটের আস্তানা, পার্টি অফিসে রাখব না’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় তাদের অনেকের হাতে লাঠি, হকিস্টিক, লোহার রড ও স্টিলের পাইপ দেখা যায়। অবস্থান চলাকালে বহু ছাত্রদল নেতাকর্মীর মুখে মুখোশ পরা দেখা যায়। এ সময় কার্যালয়ের ভেতর থেকে জানালা ও দরজা খুললে ভেতরে অবস্থানরতদের লক্ষ্য করে বেশ কয়েকটি পচা ডিম ছুঁড়ে মারে। এক পর্যায়ে তারা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে মির্জা আব্বাস কার্যালয়ে আসার একটু আগে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

বিক্ষুব্ধদের অবস্থানকালে তাদের জটলার পাশে রাখা দু’টি মোটরসাইকেলের পাশে হঠাৎ আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিএনপির নয়াপল্টনে। এ সময় বিক্ষুব্ধরা তা নিভিয়ে ফেলেন। আগুন নিয়ন্ত্রণে এনে আবারও কর্মসূচি শুরু করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ