Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার উন্নয়নে নতুন মহাপরিকল্পনা গ্রহণের কাজ চলছে

সেমিনারে কউক চেয়ারম্যান লে. কর্নেল ফুরকান আহমদ

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ৪:৫৩ পিএম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমদ বলেন, কক্সবাজার উন্নয়নে বর্তমান মহাপরিকল্পনাটি ২০১৩ খ্রিস্টাব্দে প্রণীত। কউক গঠনের আগে প্রণয়নকৃত এই মহাপরিকল্পনা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল নেই। আর তা বাস্তবায়ন রীতিমতো অসম্ভব। বিষয়টি বিবেচনা করেই নতুন মহাপরিকল্পনা গ্রহন ও তা বাস্তবায়নের কাজ চলছে।
তিনি বলেন, এই মহাপরিকল্পনায় থাকা পুরো সীমানা নিয়ন্ত্রণে আনতে কউক’র ৫ থেকে ১০ বছর লাগবে। ধীরে ধীরে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এ জন্য প্রয়োজন সবার সক্রিয় অংশগ্রহণ। যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি বাসযোগ্য কক্সবাজার উপহার পায়।

গতকাল সকালে কউকের সম্মেলন কক্ষে পর্যটন নগরী কক্সবাজারের মহাপরিকল্পনা ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং কউকের
গৃহীত কার্যক্রমের প্রতি সমর্থন জানান। কউকের সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে কক্সবাজার জেলার জন্য প্রণয়নাধীন নতুন মহাপরিকল্পনায় জেলার সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে সেমিনারটির আয়োজন করেছিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের কোথাও শহরের মূল অংশে বিমানবন্দর নেই। বিষয়টির গুরুত্ব অনুধাবন করেই কক্সবাজার জেলার জন্য প্রণয়নাধীন মহাপরিকল্পনায় (মাস্টার প্ল্যান) শহর থেকে বিমানবন্দর স্থানান্তরের বিষয়টি সংযুক্ত করতে হবে।
সকাল ১১ টায় কউকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল আনারুল ইসলাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ