Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

একাত্তরে রণদা প্রসাদ হত্যা মামলায় রায়ে মাহবুবুর রহমানের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ১২:১৭ পিএম

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে অপহরণ ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে আসামি মাহবুবুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘদিন বিচারের পর মামলাটির রায় করা হয় আজ বৃহস্পতিবার। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমান (৬৯) কারাগারে আছেন। আদালত সূত্র জানায়, আসামি মাহবুবের বিরুদ্ধে হত্যাসহ তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে।

এর আগে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, একটি ফৌজদারি মামলায় মাহবুবুর রহমানকে গত বছর গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ৯ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। আসামি মাহবুবুর রহমানের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বৈরাটিয়াপাড়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ