বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবৈধপথে ইউরোপগামী ৩৭ বাংলাদেশীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদেরকে আগামি এক সপ্তাহের মধ্যে এটি জানাতে হবে। সেই পর্যন্ত রিটের শুনানি মুলতবি করা হয়েছে। জনস্বার্থে দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ আদেশ দিয়েছেন বিারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৬ জুন সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট মোহাম্মদ এমদাদুল হক সুমন এ রিট করেন। রিটে প্রতারণার মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার রোধে ‘মানবপাচার দমন’ আইনে সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদন্ড’র বিধান কার্যকর এবং ভুক্তভোগী বা তার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণের চাওয়া হয়। পিটিশনারের পক্ষে শুনানি করেন বাদী নিজেই। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। উল্লেখ্য, চলতিবছর ১২ মে অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তিউনিশিয়ার উপকূল সংলগ্ন ভূমধ্যসাগরে ৭০ জন যাত্রী নিয়ে নৌকাডুবি হয়। এ ঘটনায় ৩৭ জন বাংলাদেশী মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।