Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৪:২৪ পিএম

রামুতে ছারপোকা (স্থানীয় নাম) ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছ অন্তত আরো ১৫ জন। আহতরা রামু ও সদর হাসপাতালে সিকিৎসাধীন রয়েছে।

২৩জুন রবিবার সকাল সকালে রামু-মরিচ্যা সড়কের থোয়াঙ্গাকাটাস্থ পাইনবাগান এলাকায় এ সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতদের একজন কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার মৃত হাকিম মিয়ার পুত্র নুরুল ইসলাম(৭০), অন্যজন ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিন শ্রীকুল এলাকার মৃত অছিউর রহমানের পুত্র আবদুর রহমান(৫০)। তারা উভয় ছারপোকার যাত্রী বলে জানা গেছে।

রামু থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানাযায়, ২৩জুন রবিবার সকাল সাড়ে ৭টার দিকে চৌমুহনী স্টেশন থেকে মরিচ্যামুখী একটি ছারপোকা ও মরিচ্যা থেকে ছেড়ে আসা রামুমুখী একটি মিনি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও উভয় গাড়ির অন্তত ১৫জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়।

আহতদের উদ্ধার পূর্বক রামু ও কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ