মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জর্জিয়ার পার্লামেন্টে গত বৃহস্পতিবার এক রুশ এমপির দেয়া বক্তব্যের প্রতিবাদে পার্লামেন্ট ভবনের ভেতর প্রবেশের চেষ্টা করেছেন ভবনের বাইরে সমাবেশরত কয়েক হাজার বিক্ষোভকারী।
এতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের সহিংস সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ বিক্ষোভকারী ও ৩৯ পুলিশকর্মী। এ খবর বিবিসির।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে জর্জিয়ার পার্লামেন্টের স্পিকার ইরাকলি কোবাখিদজ পদত্যাগ করছেন বলে ঘোষণা দেন ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির মহাসচিব কাখা খালাদজ। জানা গেছে, রুশ এমপি সের্গেই গাভরিলভ বৃহস্পতিবার জর্জিয়ার পার্লামেন্টে অর্থডক্স খ্রিস্টান দেশগুলোর এমপিদের উদ্দেশে বক্তব্য রাখেন।
আবখাজিয়া ও দক্ষিণ অসেতিয়া অঞ্চল দুটিকে জর্জিয়া থেকে ২০০৮ সালে দখল করে নেয় রাশিয়া।
দখলের পর অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে রাশিয়া এবং সেখানে এখনও রুশ সেনারা অবস্থান নিয়ে আছেন।
রাশিয়া ও জর্জিয়া এ দুটি অঞ্চল নিয়ে এর আগে লড়াই করেছে। জর্জিয়ার বিরোধী দল পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত।
তারাই প্রথম রুশ এমপির বক্তৃতা দেয়ার বিষয়টির প্রতিবাদ জানান। দলটি বরাবরই জর্জিয়ায় মস্কোর প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেয়।
বিক্ষোভকারীরা বৃহস্পতিবার পার্লামেন্টের চারদিকে ঘেরাও করে স্পিকারের পদত্যাগ দাবি করেন। ধারণা করা হয়, সেখানে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছিলেন।
তারা রাশিয়াকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে দাবি করে স্লোগান দিতে থাকেন। জর্জিয়া ও রাশিয়া বৃহস্পতিবার রাজধানী তিবলিশে দাঙ্গা-বিক্ষোভের জন্য একে অপরকে দোষারোপ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।