Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জর্জিয়ায় যেন দুই যুক্তরাষ্ট্রের লড়াই

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার জর্জিয়াতে ভোট অনুষ্ঠিত হবে। এখানে গভর্নর পদে প্রতিদ্বদ্বিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসী আইন ও আগ্নেয়াস্ত্র বহনের সমর্থক ও রক্ষণশীল ব্রায়ান কেম্প ও প্রগতিশীল আফ্রিকান মার্কিন নারী স্টেসি আব্রামস। সামাজিকভাবে রক্ষণশীল জর্জিয়া রিপাবলিকানদের শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও এবার স্টেসি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ডেমোক্র্যাটরা যদি এখানে জয়ী হয়ে যায় তাহলে ট্রাম্পিজিমের জন্য হবে তা বড় ধরনের পরাজয়। বিশ্লেষকরা বলছেন, মঙ্গলবারের ভোটে ‘যুক্তরাষ্ট্রের চরিত্র নির্ধারিত’ হতে পারে। ইউনিভার্সিটি অব মিনেসোটার সেন্টার ফর স্টাডি অব পলিটিক্স অ্যান্ড গভর্ন্যান্স এর পরিচালক ল্যারি জ্যাকবস বলেন, যদি স্টেসি আব্রামস জয়ী হন তাহলে বর্ণ বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতার দাবির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেবে। রিপাবলিকানদের সামনে প্রশ্ন হয়ে দেখা দেবে, ট্রাম্প কি বোঝায় পরিণত হয়েছেন? প্রচারণার শেষ মুহূর্তে এই ভোটযুদ্ধ দুই যুক্তরাষ্ট্রের লড়াইয়ে পরিণত হয়েছে। কৃষ্ণাঙ্গ নারী বনাম শ্বেতাঙ্গ পুরুষ। একপক্ষে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ধনকূবের মিডিয়া তারকা অপরাহ উইনফ্রে ও আব্রামস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আফ্রিকান মার্কিন নারী গভর্নর হওয়ার লড়াইয়ে রয়েছেন স্টেসি। অন্যপক্ষে রবিবার সমাবেশ করা ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও কেম্প। টানা ৮৩তম শ্বেতাঙ্গ হিসেবে গভর্নর হওয়ার লড়াইয়ে আছেন কেম্প। বৃহস্পতিবার সাভানাহতে পেন্সের সঙ্গে কেম্পের এক সমাবেশে উপস্থিতদের বেশিরভাগই ছিলেন শ্বেতাঙ্গ। ২৪ ঘণ্টা পর আটলান্টায় ওবামাকে নিয়ে আব্রামের সমাবেশে যোগ দেওয়া মানুষদের বেশিরভাগ ছিলেন কৃষ্ণাঙ্গ ও তরুণ। সাভানাহতে যখন এক ব্যক্তি ভায়োলিন হাতে জাতীয় সংগীত বাজানো শুরু করেন তখন সমাবেশ স্থলে নীরবতা। শুধু শেষ মুহূর্তে একজন গাওয়া শুরু করলে অন্যরা তাতে যোগ দেয়। আটলান্টায় স্কুলের পোশাক পরে এক আফ্রিকান যুক্তরাষ্ট্রন ছেলে জাতীয় সংগীত গায়। উপস্থিতরা উচ্ছ¡সিত ছিল। জর্জিয়ার ভোটযুদ্ধ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য অঙ্গরাজ্যটির ইতিহাসও ভূমিকা পালন করছে। কনফেডারেসির সময় জর্জিয়ার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। যাতে রয়েছে দাসত্ব, পৃথকীকরণ ও শতাধিক গণপিটুনির ঘটনা। এখানেই জন্ম হয়েছে মার্টিন লুথার কিংয়ের। যিনি মার্কিন নাগরিক আন্দোলনে পথিকৃত। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের যেমন ইতিহাস রচনা করেছিলেন বারাক ওবামা, স্টেসির সামনেও রয়েছে নতুন ইতিহাস রচনার। যদিও অন্যান্য সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতিতে তা হবে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ