Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাক-ক্রেন সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:১০ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক-ক্রেনের সংঘর্ষে ক্রেনের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।নিহত হোসেন আলী (৩০) কক্সবাজারের মহেশখালী উপজেলার দীন মোহাম্মদের ছেলে।
শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার নলকা ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ক্রেন ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ক্রেনের চালক হোসেন আলীসহ চারজন আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হোসেন আলী মারা যান।
আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ