বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদকের বিরুদ্ধে সমাজে জাগরণ সৃষ্টি করতে হবে জানিয়ে ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন বলেছেন, আগে দলমত নির্বিশেষে রাঘববোয়ালদের আইনের আওতায় আনতে হবে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শুধু মাদক পরিবহনকারী ও চুঁনোপুটিদের গ্রেফতার করলে ও ক্রসফায়ার দিলে দেশে মাদক বন্ধ হবে না। মাদকের উৎস বন্ধ করতে হবে।
ইসলামী যুবসেনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রাম উত্তর জেলার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাটহাজারী অদুদিয়া মাদরাসা প্রাঙ্গণে মাস্টার মুহাম্মদ ইছমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিন্সিপাল আল্লামা তৈয়ব আলী। বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ আবু আজম, ওবাইদুল মোস্তাফা কদমরসুলী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, মঈনুল আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ অলি উল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।