Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সফরে মেটলাইফ’র ‘হেড অব ষ্ট্র্যাটেজিক গ্রোথ মার্কেটস’

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ৬:০৫ পিএম

বাংলাদেশ সফরে আসছেন মেটলাইফ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এশিয়ার হেড অব ষ্ট্র্যাটেজিক গ্রোথ মার্কেটস রেবেকা টাডিকোনডা। আগামীকাল মঙ্গলবার (১৮ জুন) তিন দিনের সফরে তিনি বাংলাদেশে আসবেন। আগামী বৃহষ্পতিবার (২০) পর্যন্ত বাংলাদেশে থাকবেন। বাংলাদেশসহ চীন, হংকং, ভারত, মালয়েশিয়া, নেপাল ও ভিয়েতনামের মতো এশিয়ার উচ্চ-প্রবৃদ্ধিশীল মার্কেটগুলোর দায়িত্বে আছেন টাডিকোনডা।

উন্নত ডিষ্ট্রিবিউশন (পার্টনারশিপ, এজেন্সি এবং ডিজিটাল), ডিজিটাল ও ইনোভেশন এবং এই অঞ্চলে সামর্থ্য ও যোগ্যতার সুষম বন্টন এবং সহযোগিতা ও সহ-বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে টাডিকোনডা এই সাতটি দেশের সার্বিক ব্যবসায়িক উন্নয়নে কাজ করে চলেছেন।

বাংলাদেশে সফর নিয়ে টাডিকোনডা বলেন, ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত সম্ভবনাময় বলে কৌশলগত দিক থেকে বাংলাদেশ মেটলাইফ এর জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমাদের শক্তিশালী উপস্থিতি এবং বাজার সম্পর্কে সম্যক ধারণা থাকায় গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণে আমরা ভবিষ্যতে ক্রমাগতভাবে উন্নততর সেবা ও উদ্ভাবনীমূলক ডিজিটাল সল্যুশন নিয়ে আসবো।

মেটলাইফ বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে এবং উদ্ভাবনীমূলক ও উন্নত সেবা বৃদ্ধির লক্ষে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং স্থানীয় উচ্চপদস্থ কমকর্তা, এজেন্সি ম্যানেজারদের সঙ্গে স্বাক্ষাত করবেন।

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ জীবনবিমা প্রতিষ্ঠান হচ্ছে মেটলাইফ বাংলাদেশ। প্রায় ১৬ হাজার মাঠকর্মী ও কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে যাচ্ছে দেশের লক্ষাধিক গ্রাহককে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেটলাইফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ