Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেটলাইফের নতুন প্রেসিডেন্ট ও সিইও মিশেল এ খালাফ

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মেটলাইফের নতুন প্রেসিডেন্ট ও সিইও নির্বাচিত হয়েছেন মিশেল এ খালাফ। বর্তমানে ইউ এস বিজনেস এ্যান্ড ইএমইএ-এর প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মিশেল এ খালাফ-এর নাম মেটলাইফ-এর নতুন প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে ঘোষণা করেছে মেটলাইফ ইনকর্পোরেশনের পরিচালনা পরিষদ।
এছাড়া মেটলাইফ বোর্ডের সদস্য হিসেবেও আগামি মে মাসের ১ তারিখ থেকে খালাফের পদবী কার্যকর হবে। মেটলাইফের বর্তমান চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও স্টিভেন এ ক্যান্ডারিয়ান আগামি ৩০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করবেন। তার অবসর গ্রহণের পর মেটলাইফের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন প্রতিষ্ঠানটির বর্তমান ইন্ডিপেন্ডেন্ট লিড ডিরেক্টর গ্লেন হাবার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেটলাইফের নতুন প্রেসিডেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ