Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ৫:২৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় আলকাছ মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছে আব্দুর রাজ্জাক (২২) নামে মোটরসাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে উপজেলার সুবর্ণদহ গ্রামের শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি গাইব্ন্ধাা থেকে সুন্দরগঞ্জ যাচ্ছিল। এসময় বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপাদিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আলকাছ মারা যান। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৯৯২৪) পালাবার সময় স্থানীয় জনগণ চালকসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ্দ করে। আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত আলকাছ মিয়া উপজেলার পরান গ্রামের ওমর আলীর ছেলে এবং আহত আব্দুর রাজ্জাক একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ট্রাক চালক হাশেম আলী নীলফামারীর ডিমলা উপজেলার ৭/৯ কলোনীর আলী আকবরের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, চালকসহ ঘাতক ট্রাক ও নিহতের লাশ থানায় আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ