গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় এক নারী তার সাড়ে তিন বছরের কন্যা সন্তানকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর শিশু রোজার মা রোকসানা আক্তার রুবি (৩২) আত্মহত্যার চেষ্টা করেন। রোববার রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির মা রোকসানা আক্তার পুলিশ হেফাজতে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে মুগদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, কয়েক বছর আগে শিশুটির বাবা মারা যান। শিশুটিকে নিয়ে রোকসানা মুগদা এলাকায় থাকেন। রোববার রাতে রোকসানা তার মেয়েকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এতে শিশুটির মৃত্যু হয়। পরে রেকসানা আত্মহত্যার চেষ্টা করেন।
রেকসানা হাসপাতালে চিকিৎসাধীন, তবে তিনি এখন ভালো আছেন।
কী কারণে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন তার কারণ অনুসন্ধ্যান করা হচ্ছে বলে জানায় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।