বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরে পুলিশের পোশাক, অস্ত্র ও মাদকদ্রব্যসহ মাদক কারবারি ও প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতার হওয়া তিনজন হলো-মো: আল আমিন, মনিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। তাদের বাড়ি গাজীপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান জানান, ৯৯৯ এ জনৈক ব্যক্তির মোবাইল ফোনে অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের চা বাগান এলাকার একটি নির্মাণাধীন বাসায় শুক্রবার রাতে অভিযান চালানো হয়। সেখান থেকে চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে আটক রাখা গাইবান্ধার যুবক মো: সবুজ আহম্মেদকে উদ্ধার করা হয়। এসময় ওই বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, দেশীয় ধারালো অস্ত্র, পুলিশের পোশাক, ওয়াকিটকি হ্যান্ডসেট, মেটাল ডিটেক্টর, মোবাইল সেট উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।