Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটির দিনে সকালেই ঝরল প্রাণ

গাইবান্ধা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ১১:৪৫ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত (৩৪) এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার সকালে গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের চাপরীগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ফাহমিদা হক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী টমেটো বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হন। এতে অনন্ত ৯ বাসযাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি আক্তারুজ্জামান জানান, নিহতের নাম পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ