রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নেকমরদহাটে টানা ৩দিনে অভিযানে প্রায় ২শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পাওয়া গেছে।
জানা গেছে, ১০ জুন থেকে ১২ জুন পর্যন্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার শাহার নেতৃত্বে হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৬ একর ৯৫ শতক হাটের জমি দখল মুক্ত অভিযান শুরু করেন। অভিযানে সহযোগীতা করেন-সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র শাহা, তদন্ত ওসি খায়রুল আনাম, ইউনিয়ন ভূমি ইনচার্জ জাহিরুল ইসলাম, ইউনও অফিসের অফিস সুপার রফিকুল ইসলাম, অফিস সহকারী ইউনুস আলীসহ আইন কৃংখলা বাহিনী।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমি বলেন, হাটের ৬ একর ৯৫ শতক জমি স্থানিয়রা অবৈধভাবে দখল করে কাঁচা পাকা স্থাপনা নির্মাণ করে সরকারী রাজস্ব ফাঁকী দিয়ে বসবাসসহ ব্যবসা বাণিজ্য করে আসছে। তিনি বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ৪/৫ বার নোটিশসহ মাইকিং করা হয়েছে। তারপরেও কোন কর্ণপাত না করায় আইনগতভাবে নিয়মনীতি অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ পর্যন্ত ২০০ জনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।
এদিকে স্থানীয় আ. সাত্তার বাদী হয়ে ৬ একর ৯৫ শতক জমির মধ্যে ৪৫২ দাগে ১৯ শতক জমির উপর ঠাকুরগাঁও কোটে ইনজেকশন জারির মামলা দায়ের করেছে। ভোগদখলকারী হুলুদ ব্যবসায়ী আব্দুল জব্বার, নূরুল ইসলাম, গিয়াস উদ্দীনসহ অনেকে বলেন, তারা প্রায় ৩০ বছর ধরে বসবাসসহ ব্যবসা-বাণিজ্য করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।