Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বামনায় ঝুঁকিপূর্ণ ১৫ গার্ডার ব্রিজ ঘটতে পারে বড় দুর্ঘটনা

মো. জাকির হোসাইন, বামনা (বরগুনা) থেকে : | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

বরগুনার বামনা উপজেলার ইউনিয়নের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ সহজ করতে উপজেলা প্রকৌশল দপ্তর প্রায় দুই যুগ আগে ছোট ছোট খালে নির্মাণ করে গার্ডার ব্রিজ। উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ১৫টি গার্ডার ব্রিজ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে এই ব্রিজ ধসে যেকোন মুহূর্তে ঘটতে পারে প্রাণহানীসহ বড় ধরণের দুর্ঘটনা। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে বামনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এ উপজেলায় প্রায় ২০টি গার্ডার ব্রিজ নির্মাণ করে এলজিইডি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তৎকালীন সময়ে নির্মিত ওই গার্ডার ব্রিজগুলো বর্তমানে চলাচলের অনুপোযোগী অবস্থায় রয়েছে। ব্রীজের নিচে লোহার ভীমগুলো ক্ষয় হয়ে গেছে। কোন কোন ব্রীজের লোহার গার্ডারগুলো মাটিতে দেবে যাওয়ায় ব্রিজ যেকোন মুহূর্তে ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। এছাড়াও এ অঞ্চলে লবন পানির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লোহার গার্ডারগুলো ক্ষয় হয়ে গেছে। কোন কোন ব্রীজে যানবাহন এমনকি পথচারীরা পারাপার হলেও ব্রিজগুলো দোলনার মত দোলে।

গার্ডার ব্রিজগুলো সম্পর্কে খোলপটুয়া গ্রামের বাসিন্দা মো. মোস্তফা ফকির বলেন, আমি কখনো রামনা বৈকালীন বাজার ব্রীজে এক মুহূর্ত দাড়াই না। ব্রিজটিতে উঠলেই এটি দুলতে শুরু করে। ফলে ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ভয়ে সহজে এই পথ দিয়ে যাতায়াত করিনা। তবে উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তালেশ্বর দধিভাঙ্গা ব্রিজটি। এটির গার্ডারের পিলারগুলো দেবে যাওয়ায় যানবাহন এমনকি পথচারীদের মনে সব সময় আতঙ্ক বিরাজ করে।

উপজেলার চারটি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজগুলো হলো সদর ইউনিয়নের পূর্ব সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রিজ, গাজীর পুল নুরানী মাদরাসা সংলগ্ন ব্রিজ, মা শাহাভানু ফাউন্ডেশনের ব্রিজ, আলীর পুল ব্রিজ, সোনাখালী বাজার ব্রিজ, বুকাবুনিয়া ইউনিয়নের বুকাবুনিয়া বাজার সংলগ্ন বুকাবুনিয়া দেবত্র সংযোগ ব্রিজ, চলিতাবুনিয়া দেবত্র সংযোগ ব্রিজ, তালেশ্বর-দধিভাঙ্গা সংযোগ ব্রিজ, যাদবপূড়া ব্রিজ, ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা বাজার হয়ে উত্তর কাকচিড়া সড়ক ব্রিজ, জোমাদ্দার বাড়ী ব্রিজ, ভাইজোড়া সরদার বাড়ি ব্রিজ, রামনা ইউনিয়নের সড়ক ও জনপথ বিভাগের নির্মিত খোলপটুয়া বাজার ব্রিজ, রামনা বৈকালীন বাজার ব্রিজ ও রামনা শের-ই বাংলা স্কুল সংলগ্ন ব্রিজ।

এ ব্যাপারে এলজিইডি বামনা উপজেলা প্রকৌশলী মীর আখতারুজ্জামান দৈনিক ইনকিলাবকে জানান, তালেশ্বর-দধিভাঙ্গা সংযোগ ব্রিজটি অধিক

ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটি পুনরায় নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া উপজেলার অন্যান্য গার্ডার ব্রিজগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ