প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবারের ঈদে অভিনেত্রী -পর্শিয়া অভিনীত প্রথম সিনেমা অনন্য মামুন পরিচালিত আবার বসন্ত মুক্তি পেয়েছে। অল্প কয়েকটি সিনেমা হলে মুক্তি পেলেও প্রথম সিনেমায় স্পর্শিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। স্পর্শিয়াও উচ্ছ¡সিত। তিনি বলেন, সিনেমাটি নিয়ে যেরকম প্রত্যাশা করেছিলাম সেরকম চলছে। মানুষ দেখছে। প্রশংসা করছে। আমাকে অনেকে বাহবা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভালো রিভিউ দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে, প্রত্যাশা পূরণ হয়েছে। সিনেমাটিতে অসম প্রেমের বিষয়টি উঠে এসেছে। এতে বয়স্ক তারিক আনাম খানের সাথে স্পর্শিয়াকে প্রেমে জড়াতে দেখা গেছে। বাস্তবে এমন অসম প্রেম সম্পর্কে স্পর্শিয়া বলেন, কোনো বয়সের কারও সাথে প্রেমে জড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমার। লুকিয়ে লাভ নেই, জীবনে অনেক প্রেম করেছি। আর প্রেম করব না। এর কারণ সম্পর্কে বলেন, আমার জীবনে অনেকবার প্রেম এসেছে। স¤পর্কে জড়িয়েছি। কিন্তু আমার শেষ রিলেশনটা সুখকর ছিল না। সেজন্য সে পথে আর হাঁটতে চাই না। তাছাড়া আমি খুব ইমশোনাল। প্রেমের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তাই চিন্তা করেছি, আগামী পাঁচ বছর সিঙ্গেল থাকব। কাজের দিকে মনযোগ দেবো। এদিকে স্পর্শিয়া ইউটিউব খুলেছেন। এ ব্যাপারে তিনি বলেন, আমি নিজে ইউটিউব খুলিনি। আমার এক বন্ধু জোর করে আমার চ্যানেলটি খুলে দিয়েছে। তবে ইউটিউব দিয়ে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আমি আমার অভিনয় দিয়ে ভাইরাল হতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।