নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার শেষ আটের জন্য লড়বেন বাংলাদেশের কৃতি আরচ্যার রোমান সানা। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককের শেষ ষোলতে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ান। এর আগে ১/৪৮ খেলায় সুইজারল্যান্ডের রুফার থোমাসকে ৭-১ সেট পয়েন্টে, ১/২৪ এর খেলায় মেক্সিকোর আলবারাদো সানতিন এঞ্জেল ডেভিডকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ১/১৬ খেলায় উঠে আসেন রোমান সানা।
এদিকে রিকার্ভ পুরুষ দলগতে ১/১৮ এর খেলায় একই দিন মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ইলিমিনেশন রাউনেডর ১/১২ খেলায় বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে স্পেনকে হারায়। এছাড়া বুধবার কম্পাউন্ড পুরুষ এককে ইলিমিনেশন রাউন্ডের ১/৪৮ খেলায় অসীম কুমার দাস ১৪৭-১৩৮ স্কোরে গ্রেট ব্রিটেনের রাভেনসক্রোফট অ্যাডামের কাছে এবং সুস্মিতা বণিক ১৩৭-১৩৪ স্কোরে এস্তোনিয়ার হোইম এমিলির কাছে হেরে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।