Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে পিকআপ চাপায় পথচারী গৃহবধূ নিহত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ৩:২৯ পিএম

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে রাস্তা পার হতে গিয়ে পিকআপ চাপায় পথচারী গৃহবধূ নিহত হয়েছে। আহত হয় দু’পথচারী। মঙ্গলবার (১১ জুন) দুপুরে ইট বোঝাই পিকআপের চাপায় শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী চেয়ারম্যান মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধু ঝরণা বেগম (৩৫) হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পঞ্চায়েত বাড়ির প্রবাসী শাহ আলম মিজির স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

আহতরা হলেন, সদর উপজলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী জলিল বেপারী বাড়ির মমতাজ বেগম (৫০) ও ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা লোহাগর মুন্সি বাড়ির ফয়েজ মুন্সির মেয়ে ফারজানা আক্তার (১৭)। আহত মমতাজ বেগমকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ফারজানা আক্তারকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

চাঁদপুর মডেল থানার এসআই মিরাজ ও ওসি (তদন্ত) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনজন রাস্তা পারাপারের সময় পশ্চিম দিক থেকে ইট বোঝাই পিকআপের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ঝরণা বেগম নিহত হয়েছেন।’

নিহত ঝরণা বেগমের ভাসুরের ছেলে আল আমিন জানান, কবিরাজ দেখানোর জন্য বাড়ি থেকে রওনা দিয়ে মান্দারী এলাকায় চেয়ারম্যান মার্কেটের সামনে রাস্তার দক্ষিণ পাশে নামেন। এ সময় রাস্তা পারাপারের সময় পশ্চিম দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের নিচে পড়ে ঝরনা বেগম নিহত হয়েছেন। ঝরনা বেগমের ৩টি ছেলে সন্তান রয়েছে।

উল্লেখ্য একই দিন সকালে চাঁদপুর সদর উপজেলার আশকাটি ইউনিয়নের গাবতলী এলাকায় বাস-সিএনাজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এমরান হোসেন (৩৪) নামে ব্যাংক কর্মকর্তা ও ভাগ্নি ফাতেমা আক্তার (১০) নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরো ২ যাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ