বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুর সদরে কাঠবোঝাই গাড়ির ধাক্কায় সাজু মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নান্দিনা-বটতলা সড়কের বানারেরপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজু রানাগাছা ইউনিয়ন পরিষদের শেহড়াতলী গ্রামের আজিজুল হকের ছেলে।
জামালপুর সদর থানার ওসি সালেমুজ্জামান জানান, সাজু মিয়া মোটরসাইকেলযোগে বানারেরপাড় যাচ্ছিলেন। এ সময় কাঠবোঝাই একটি ফাইটার গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে বসা ফরহাদ আলী নামে আরেক আরোহীও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।