Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, নিহত ৯৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১২:০৪ এএম

মালিতে সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ৯৫ জন নিহত হয়েছে। রবিবার রাতভর চলা দাঙ্গায় নিহত ব্যক্তিরা একই গ্রামের অধিবাসী। তারা সকলেই ডগন সম্প্রদায়ভুক্ত। সোমবার দেশটির প্রশাসনিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই গণহত্যায় অভিযোগের আঙুল উঠেছে প্রতিদ্ব›দ্বী ফুলানি সম্প্রদায়ের দিকে।
জানা গেছে, রোববার রাতে মোপটি অঞ্চলে সোবানে-কউ গ্রামে অতর্কিতে হানা দেয় বন্দুকধারী বাহিনী। গ্রামটিতে প্রথমে আগুন জ্বালিয়ে দেয়া হয়। আগুন থেকে বাঁচতে বাড়ি ছেড়ে বের হলে সারারাত গ্রামবাসীদের নিশানা করে এলোপাথারি গুলি চালানো হয়।
মালির প্রশাসন জানায়, এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত ১৯ জন বাসিন্দার খোঁজ মিলছে না।
এদিকে, দায় স্বীকার করে এখনও পর্যন্ত কোনও সংগঠন বিবৃতি দেয়নি। তবে ডগন সম্প্রদায়ের চিরশত্রু যাযাবর শ্রেণির ফুলানি জাতিকে সন্দেহ করা হচ্ছে। ফুলানিদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিকবার দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত বেঁধেছে। চলতি বছরের গোড়ার দিকে ডগনদের হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১৫০ জন ফুলানি। সূত্র : নিউ ইয়র্ক টাইমস।



 

Show all comments
  • BulBul ১১ জুন, ২০১৯, ১১:৪৬ এএম says : 0
    এই লড়াইয়ের শেষ কোথায় ?
    Total Reply(0) Reply
  • আবেদ খান ১১ জুন, ২০১৯, ১১:৪৭ এএম says : 0
    কারো মধ্যস্থতায় এর অবসান হওয়া দরকার
    Total Reply(0) Reply
  • alim ১১ জুন, ২০১৯, ৪:২৭ পিএম says : 0
    ২৫০ ফুলানি হত্যার প্রতিসধ নিতে দগন্দ এর ওপর এই হামলা।ওখানে কোন আইন নাই,তাই সবাই সবাইরে ধইরা মারে। দগন্দ রা মুরতি পুজারি আর ফুলানিরা মুসলিম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ