বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রবিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট খানকা শরীফ মসজিদ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ইমরুল মোল্লা(২২) নিহত হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক (থ্রি-হুইলার মিস্ত্রি)শুভ পাটোয়ারী (২০) ও আরোহী জাফর গাজী (২২) গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত ইমরুল মোল্লার গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা ফ্লিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় যানবাহনের টায়ার মেরামত মিস্ত্রী শুকুর মোল্লার ছেলে।
জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে ঘুরতে বেড়িয়ে পড়লে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট খানকা শরীফ মসজিদ এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনা স্থলে তিনজনকে গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ইমরুলের শারিরীক অবস্থার অবনতি দেখা গেলে ঢাকায় পাঠানো জন্য প্রস্ততি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ফরিদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে ইমরুল মোল্লার মারা যায়। রাত ৮টা পর্যন্তও লাশ বাড়ীতে আনা হয়নি। ইমরুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
নিহতর বাবা শুকুর মোল্লা জানান, ঈদের ৩তিন আগে আমার ছেলে ইমরুল (২২) আরটিআর নামক মোটরসাইকেল কিনে আনে। আজ রবিবার দুপুরে তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে ঘুরতে যায়। সন্ধ্যায় বাড়ীতে ফিরলো লাশ হয়ে। ঈদে কেনা ওই মোটরসাইকেলই আমার ছেলে জীবন কেড়ে নিলো- এভাবেই কান্না করতে করতে ছেলের কথা বলছিলো বাবা শুকুর মোল্লা।
এ ব্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ , মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মর্মান্তিক আহত অবস্থায় চালক সহ দুই আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী ইমরুল মোল্লা মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।