মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রয়েছেন। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রটির বিরুদ্ধে সবসময় সামরিক ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।-খবর আরব নিউজের
ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইকে তিনি বলেন, যখন আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তখন ইরান একটি চরম বৈরী দেশ ছিল।
তারা তখন বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ছিল, এমনকি সম্ভবত এখনো সেই অবস্থায় আছে, বললেন ট্রাম্প।
এরপর যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোনো সামরিক পদক্ষেপে যাবেন কিনা-জবাবে ট্রাম্প বলেন, এমন পদক্ষেপ নেয়ার আশঙ্কা সবসময়ই আছে। কিন্তু আমি কি সেটা চাই? আমি বরঞ্চ সেটা চাই না। কিন্তু তবুও এমন আশঙ্কা রয়েছে।
রুহানির সঙ্গে তার কোনো আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই। প্রস্তুতি রয়েছে। আমি আলোচনাকেই বেশি পছন্দ করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।