বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশ বহনকারী ব্যাটারী চালিত অটোরিকসার সাথে লিচু বোঝাই ট্রাকের সংঘর্ষে নাদিম হোসেন নামের (২০) শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে শিল্প পুলিশের আরও ৩ সদস্যসহ ৪ জন।
বুধবার ঈদের দিন সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার গণকবাড়ি এলাকায় এই দূর্ঘট্না ঘটে।
আহতরা হচ্ছে- শিল্প পুলিশের নায়েক জাকারিয়া, কনস্টেবল কাউছার, কনস্টেবল আনিছুজ্জামান এবং অজ্ঞাত অটো চালক। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় সাহা জানায়, ডিইপিজেডের নতুন জোন থেকে রাতের ডিউটি শেষে শিল্প পুলিশের ওই ৪ সদস্য ব্যাটারী চালিত একটি অটোতে করে তাদের শ্রীপুর এলাকায় ব্যারাকে যাচ্ছিলো।
পথে গণকবাড়ি এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লিচু বোঝাই ট্রাকের সাথে পুলিশবাহী অটো রিকসার সংঘর্ষ বাধে। এতে শিল্প পুলিশের ৪ সদস্য ও অটো চালক আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাদিম হোসেনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লিচু বোঝাই ট্রকটিসহ চালক ও তার সহকারীকে আটক করেছে।
এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।