Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নেত্রকোনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ৭:৫৭ পিএম

মঙ্গলবার নেত্রকোনায় পৃথক সড়ক দুর্ঘটায় তিন জন নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নেত্রকোনাÑময়মনসিংহ সড়কে চল্লিশা রেল গেইটের সন্নিকটে একটি দ্রুতগামী বাস একটি মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা পরে ময়মনসিংহ হয়ে ঢাকায় নেয়ার পথে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান ওরফে ফসর আলী (৫৫) বামনমোহা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫) মারা যান। মোটর সাইকেল চালক মহসিন মিয়াকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার সকাল ৮টার দিকে কেন্দুয়া বাসস্ট্যান্ডে বাস চাপায় নীলু মিয়া (৩৫) নামক এক বাস যাত্রী নিহত হয়েছে। সে চট্টগ্রাম থেকে ঈদ করতে বাড়ী ফিরছিল। তার বাড়ী নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামে।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী সড়ক দুঘর্টনায় তিন জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ