Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ১:৪৬ পিএম

ধামরাইয়ে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

নিহতদের মধ্যে মেহেদি হাসানের (২৭) বাড়ি মাগুরা জেলার সদর থানার মাধবপুর গ্রামে। তার বাবার নাম সরোয়ার হোসেন। নিহত অপর তিনজন হলেন-রাজবাড়ী জেলার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২৩), আলাউদ্দিন খানের ছেলে ইন্তেজ খান (২৪), ও দেলোয়ার হোসেন (৩৮)।

সোমবার রাত ৮টার দিকে ঢাকার ধামরাইয়ের কালামপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, আরিচামুখী একটি যাত্রীবাহী বাস একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন পাঁচজন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ