Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১ ঘণ্টা দীর্ঘ বাংলা চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ১:০৫ পিএম

‘আমরা একটা সিনেমা বানাব’, এটা শুধু একটা ইচ্ছা নয়, এটা একটা স্বপ্ন আর এই নাম নিয়েই মুক্তি পাচ্ছে নতুন বাংলা ফিল্ম। না ! এই বাংলাদেশেই অভূতপূর্ব ভাবনা চিন্তার এই ফিল্ম। যে ফিল্মের দৈর্ঘ ২১ ঘণ্টা। বলিউডে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-্এর দৈর্ঘ ছিল ৫ ঘণ্টারও বেশি। যেকারণে ফিল্মটিকে দুই ভাগে ভাগ করে মুক্তি দিতে হয়েছে। আর এবার এশিয়ার ফিল্মের সেই অধ্যায়কে টপকে, ২১ ঘণ্টা দীর্ঘ এক চলচ্চিত্র বানিয়েছেন বাংলাদেশের আশরাফ শিশির। নাম ‘আমরা একটা সিনেমা বানাব’। ফিল্মটির হাত ধরে যেমন বাংলা ছবি আরও পরিণত হয়ে ওঠার আশা দেখছে, তেমনই ফিল্মের হাত ধরে একটা অনুপ্রেরণা উঠে আসছে বাংলার চলচ্চিত্রপ্রেমী মহলে। এত লম্বা দৈর্ঘের ছবি হল-এ মুক্তি দেওয়া সম্ভব হবে না, প্রথমে এমনই দাবি তুলে ছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে শেষমেশ বহু বিতর্ক পেরিয়ে মুক্তি পেতে চলেছে ফিল্মটি। কিন্তু, একসঙ্গে ২১ ঘণ্টার ছবি মুক্তি পাবে না। বিভিন্ন পর্বে ভেঙে পর্যায়ক্রমে ছবিটি দেখানো হবে বাংলাদেশের হল-গুলিতে। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে শুটিং হয়েছে এই ফিল্মের। দেশ বিদেশের একাধিত আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরফি শিশিরের এমন উদ্যোগ ঘিরে চড়ছে কৌতূহল। জুন মাসেই মুক্তি পেতে চলেছে চলচ্চিত্রটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ