Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাওয়া গেল ভারতের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ, সকলের মৃত্যুর আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ৭:৩৭ পিএম

আসামের জোরহাট থেকে গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের মেচুকা। কিন্তু দুপুর ১২.২৪ নাগাদ নিখোঁজ হয়ে যায় ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমানটি। অবশেষে সেটির খোঁজ পাওয়া গেল। অরুণাচলে খোঁজ পাওয়া গিয়েছে বিমানবাহিনীর ওই পরিবহণ বিমানের। তবে আস্ত বিমান নয়, খোঁজ মিলেছে ধ্বংসাবশেষের। বিমানে থাকা যাত্রীদের কোনও খবর পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

উল্লেখ্য, বিমানটিতে আটজন ক্রু ও পাঁচ জন যাত্রী ছিলেন। দুপুর একটার সময় শেষবারের মতো যোগাযোগ করা যায় বিমানটির সঙ্গে৷ তারপর থেকেই আর যোগাযোগ করা যাচ্ছিল না বিমানের পাইলটের সঙ্গে। নিখোঁজ বিমানের সন্ধান পেতে সুখোই ৩০ ও সি-১৩০ বিমানকে পাঠানো হয়েছিল বিমানবাহিনীর পক্ষ থেকে৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিমানটির ধ্বংসাবশেষ অরুণাচল প্রদেশের পায়ুম গ্রামে খুঁজে পাওয়া গিয়েছে৷ সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ