Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল ঈদ শুভেচ্ছা জানাতে পাশে থাকছে “ইমেজ বাংলাদেশ”

আইটি ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ৪:৪৩ পিএম

ঈদের শুভেচ্ছা বিনিময় মুসলমানদের প্রচীন ধর্মীয় রেওয়াজ। ইতিহাস বলে প্রথম ঈদ থেকেই এর যাত্রা শৃরু। এক সময় ঈদের দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করতেন। সমাজের গণ্যমান্যদের বাড়িতে গিয়ে দেখা বা সালাম বিনিময় করতেন। এক সময় এ অবস্থায় ভাটা পড়ে। রুচির উন্নতির স্বারক হিসেবে ঈদকার্ড বিনিময়ের প্রচলন ঘটে। অর্থনৈতিক ভাবে আজকের আজাদ প্রোডাক্টস-এর যে অবস্থান তা এ ঈদ কার্ড ব্যবসারই সুফল। পাশাপাশি মাঝামাঝি ও তৃনমুল পর্যায়ের রাজনৈতিক নেতা-কমী, মন্ত্রী-এমপি ও ব্যবসায়ীগণ, বিভিন্ন সমিতি পোস্টার, ফেসটুন ও ব্যানার ছাপিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করা শুরু করে দেন। কিন্তু এটাও বেশী দিন চললো না। মোবাইল ফোনের বিকাশ ঘটায় এ প্রক্রিয়ায় ঈদের শুভেচ্ছা জানানোতে ভাটা পড়ে। সময় ক্ষেপণকারী এবং শ্রম ও অর্থের শ্রাদ্ধকারী এ প্রক্রিয়াকে টা টা দিয়ে এস. এম. এস.-এর মাধ্যমে মানুষ ঈদের শুভেচ্ছা জানানো শুরু করে। কারণ, মাত্র ১৫ মিনিটে স্বল্প খরচে হাজার খানেক লোককের কাছে ম্যাসেস পাঠিয়ে দ্বায়িত্ব শেষ করা যায়। ৩০ তম রোজার ইফতারি করেও সহজে কাজাটি শেষ করে ফেলেন অনেকে। বার্তাটি রেডি করতে যা সময় লাগে। পাঠানো তো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এখন এটিও অপাংতেও হয়ে পড়েছে। কারণ, এতে বক্তব্য পাঠানো যায় ঠিকই কিন্তু মনের মাধুরি বা রংটা ফুটিয়ে তোলা যায় না। তাই ফেসবুক আসায় মানুষ যেন হাফ ছেড়ে বাঁচে। মনের মাধুরি মিশিয়ে করা ডিজাইনের উপর নিজের বক্তব্যটি বসিয়ে লাখ লাখ লোকের কাছে পোস্ট করে তৃপ্তির ঢেকুর তোলে। কিন্তু এখানেও মানুষের একটা অতৃপ্তি থেকে যায়। সে চায় ডিজাইনে নতুনত্ব। সবাইতো আর ডিজাইন করতে পারে না। যারা পারে তারা না হয় নতুন একটা করে নিলো কিন্তু যারা পারে না তারা কি করবে? হ্যাঁ তাদেরও উপায় আছে। তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে থিমেটিকবিডি পরিচালিত ইমেজ বাংলাদেশ-এর এক ঝাক নিবেদিত ডিজাইনার যারা সোসিয়াল মিডিয়ার যে কোন ব্যানার ডিজাইন করে দেয়ার ক্ষেত্রে সদা প্রস্তুত। শুধু প্রয়োজন ছবি আর বক্তব্য। [email protected] ই-মেইলে পাঠিয়ে দিলেই আপনি পেয়ে যাবেন আপনার কাংখিত ডিজাইন মাত্র ২০০ টাকা মূল্যে। বিকাশ পার্সনাল মোবাইল নং ০১৯১১৭৫০৫২০। বিশেষ প্রয়োজনে ০১৭৯৮৮৩৩৪৪৪। নমুনা ব্যানার দেখতে এই লিংকে ক্লিক করুন https://urlzs.com/Qx5N7



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিজিটাল ঈদ শুভেচ্ছা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ