Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের বাজার

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১১:৩৬ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাট বাজারে শনিবার বিকালে লক্ষ্য করা যায় শেষ মুহুতে জুমে উঠেছে ঈদের বাজার। উপজেলাা বহরপুর, সোনাপুর, বালিয়াকান্দি, জামালপুর, নারুয়া, রামদিয়া, বেরুলীসহ বাজারের বস্ত্র বিতানগুলোতে নারী-পুরুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ঈদ আসতে আর মাত্র কয়েক দিন বাকি। তাই কর্মব্যস্ত মানুষের পদচারনায় মুখর হয়ে উঠেছে, উপজেলার মার্কেটগুলো। মা-বাবা-ভাই-বোনসহ পরিবারের সবাই ঈদের জন্য পছন্দসই পোশাক, জুতা, টুপি, কসমেটিকসসহ বিভিন্ন দোকানে ভীড় জুমাচ্ছে।

তবে ঈদের মার্কেটে মহিলা এবং তরুণ তরুনীদের ভীড় সবচেয়ে বেশী দেখা যায়। সকাল থেকে রাত অবধি ক্রেতাদের পদচারনায় ঈদের বাজার মুখর থাকলেও বিকাল থেকে রাত্রের দিকে ক্রেতাদের ভীড় বেশী লক্ষ্য করা যাচ্ছে। কারণ সরকারী ও বে-সরকারী চাকুরীজীবিরা দিনের কর্মব্যস্ততা শেষ করে অবসর সময় বিকাল এবং রাত্রে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। রুপের হাট, রুপের বাজার, বস্ত্র বিতার, সামিয়া গার্মেন্টসসহ বিভিন্ন বস্ত্র বিতান গুলোতে বেচা কিনার ভীড় লক্ষ্য করা যাচ্ছে।


বালিয়াকান্দি মুরাদ মার্কেটের সামিয়া গার্মেন্টস মালিক মো. জাকির হোসেন জানান, এ ঈদে পুরুষের জন্য পায়জামা পাঞ্জাবী, মহিলাদের শাড়ি তরুনীদের এবার পছন্দ গাউন এবং শিশুদের ওয়ান পিচ, রাখী বন্ধন, শটকামিজ, লম্বাস্কাট বিভিন্ন নামের পোষাক বিতানগুলোতে শোভাপাচ্ছে। চম্পা সুপার মার্কেটের বিলাস বস্ত্র বিতান মালিক দুলাল বিশ্বাস জানান, ঈদের শেষমূহুর্তে নিজেকে সাজাতে তরুন-তরুনীদের সবচেয়ে বেশী ভীড় করছে দোকানে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, ঈদের বাজারে আইন শৃংখ্যা রক্ষার্থে প্রশাসন তৎপর রয়েছে। বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, ঈদের কারণে থানা পুলিশের টহল ডিউটির ব্যবস্থা করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ