Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা
মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের প্রথমটি ঈদুল ফিতর। আর মাত্র ক’দিন বাকি ঈদের। ঈদকে সামনে রেখে মানুষের ঈদের সামগ্রী কেনাকাটায় ধুম পড়েছে বিপণি বিতান ও প্রসাধন সামগ্রীর দোকানগুলোতে। সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে মাদারীপুরে ঈদের কেনাকাটা। বাহারি রঙের পোশাক সাজিয়ে বিক্রি করছেন দোকানিরা। আর সব শ্রেণীর মানুষ ছুটছেন ঈদের পোশাক কিনতে। মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারের বিপণি বিতানগুলোতে চলছে ঈদের পোশাক কেনাকাটার উৎসব। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত শহরের আমিন সুপার মার্কেট, নিউ মার্কেট, হাওলাদার মার্কেট, বীথি মিনি বাজার, সিটি মার্কেটসহ প্রতিটি বিপণি বিতান। ছেলেদের পছন্দ ফেসবুক, বাহুবলি, এইচডি, ককটেল, পুমা নামের জিন্স প্যান্ট ও শার্ট-পাঞ্জাবি। আর মেয়েদের ঝোঁক শারা, ইশিতাসহ ভারতীয় টিভি চ্যানেল সিরিয়ালের বিভিন্ন নামের মার্কেটে আসা পোশাকের দিকে। বাচ্চাদের পোশাকেও রয়েছে নতুনত্ব। ছেলেদের পোশাক তৈরির দর্জির দোকানে দম ফেলার সুযোগ নেই কর্মচারীদের। সারাক্ষণ কাজে ব্যস্ত তারা। অনেকে দোকানে কাজের চাপে অর্ডার ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন, গত কয়েক বছর ভারতীয় সিরিয়ালের নামের ও অনুকরণে তৈরি পোশাক বেশি চলছে। এবার তার প্রভাব আগের চেয়ে অনেক বেশি। মাদারীপুর সদর উপজেলার পূর্বখাগদী গ্রামের গৃহবধূ ক্রেতা লিমা আকতার মনি বলেন, ‘শহরের দোকানগুলোতে প্রায় ৬ ঘণ্টা ঘুরে পছন্দের সব জিনিসপত্র কিনেছি। ঈদ এলেই কেনাকাটায় ব্যস্ততা বেড়ে যায়। পছন্দের সবকিছু পেয়ে আমি খুবই খুশি।’ শহরের পুরানবাজারের বীথি শপিং সেন্টারের স্বত্ব¡াধিকারী সোহেল রানা জানান, ‘ভারতীয় চ্যানেলকে প্রাধান্য দিয়েই ক্রেতারা তাদের পছন্দের পোশাক কিনছেন। এছাড়া পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও বরিশালের বেশকিছু ঈদের কেনাকাটা করতে মাদারীপুরে আসছেন। বর্তমানে জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার।’ কাজীর মোড়ের ডিএম টেইলারের পরিচালক আবদুর রহিম জানান, ‘দর্জিপাড়ায় এখন দম ফেলার সুযোগ নেই। গত ৭-৮ দিন আগ থেকেই অর্ডার নেয়া বন্ধ করে দিতে হয়েছে। শ্রমিকেরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ