Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ২:০০ পিএম

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয় আরো দুজন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আজ ভোরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল জানান, আজ ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবদী এলাকায় ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাস মাগুরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয় আরো দুজন। আমরা ঘটনাস্থলে এসে আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। তিনি বলেন এদের মধ্যে নিহত ট্রাকের ড্রাইভার মাগুরা ইসলামের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে ঢাকা-খুলনা মহাসড়ক সকল ধরনের যান চলাচল বন্ধ থাকায় ঈদের ছুটিতে ঘড় ফেরা মানুষের চরম দুর্ভোগের মধ্যে পরতে হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে রাস্তার উপর পরে থাকা বাস-ট্রাককে সরানোর কাজ শুরু করেছে পুলিশের রেকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ